1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে আওয়ামী লীগের পথসভাকে কেন্দ্র করে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৩:১৯ পূর্বাহ্ন

নবীগঞ্জে আওয়ামী লীগের পথসভাকে কেন্দ্র করে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

উত্তম কুমার পাল হিমেল,নবীহঞ্জ (হবিগঞ্জ)
  • বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে
নবীগঞ্জে রশময় শীলের স্নরন সভা অনুষ্টিত
জাতীয় সংসদের দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণায় নবীগঞ্জে আওয়ামী লীগের পথসভাকে কেন্দ্র করে দু-পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও পরিস্থিতি বেগতিক দেখে দিক-বেদিক ছুটতে থাকেন পথচারীরা। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দোকানের ভেতর অবস্থান নেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা।
নবীগঞ্জ থানা পুলিশ তাৎক্ষনিক কার্যকরী ভূমিকা নেওয়ায় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১৫ নভেম্বর  বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় সংসদের দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণায় নবীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আনন্দ মিছিল অন্ষু্িঠত হয়। আনন্দ মিছিলটি নবীগঞ্জ শহর প্রদক্ষিণ শেষে শহরের প্রাণকেন্দ্র গাজির টেক এ মিলিত হয়ে এক পথসভায় মিলিত হলে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুল আলম চৌধুরী সাজু ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ
সম্পাদক বাবলু আহমদের মধ্যে বাক-বিতন্ডা হয়। এরই জেরে মারমূখী অবস্থান নেয় দুপক্ষ। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই নবীগঞ্জ শহরে আতংক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে  দিক-বেদিক ছুটতে থাকেন পথচারীরা। শহরের অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দোকানের ভেতর অবস্থান নেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। তাৎক্ষনিক নবীগঞ্জ থানার ওসি মাসুক আলীসহ একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কার্যকরী ভূমিকা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, তুচ্ছ বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। পুলিশ তাৎক্ষনিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আনায় কোন ধরনের সংঘর্ষ হয়নি। আইন শৃংখলা রক্ষাসহ যেকোন ধরনের নাশকতা ও ধাঙ্গা-হাঙ্গামা এড়াতে পুলিশ প্রস্তুতি রয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD