বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা ওলামা দলের উদ্যোগে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকাল ১১.৩০ঘটিকার সময় ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনে পবিত্র কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় ওলামা দল সম্মেলন প্রস্তুতি সমন্বয় কমিটির সহকারী সমন্বয়ক শেখ মোঃ এনামুল হক।
সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের আহবায়ক হাফেজ মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক। পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী। এ-সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, খ.ম রকিবুল হাসান রতন, সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, নুর কায়েম সবুজ, সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, টি এম মাজেদুল হক রতন, মোস্তফা নোমান আলাল, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান,
আলমগীর আলম, দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, ধর্ম বিষয়ক সম্পাদক জাকারিয়া টুটুল, সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ-প্রচার সম্পাদক সাংবাদিক রেজাউল করিম খান, রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো.শামসুল ইসলাম,শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, শহর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রেজাউল জোয়ার্দার, জেলা যুব দলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, সিনিয়র সহ-সভাপতি আলামিন খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস,
সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জু,জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদক এলেমা বেগম, সিনিয়র সহ-সভাপতি মেরিনা ইসলাম মেরি,জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ,সিনিয়র সহ-সভাপতি কায়সার পারভেজ কাজলসহ জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি,শহর বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ জেলা ওলামা দলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply