1. sm.khakon@gmail.com : bkantho :
ফোর কর্নার্স-এর উদ্যোগে ইষ্টলন্ডনে বেঙ্গলী ফটো আর্কাইভের উদ্বোধন - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৯:২১ পূর্বাহ্ন

ফোর কর্নার্স-এর উদ্যোগে ইষ্টলন্ডনে বেঙ্গলী ফটো আর্কাইভের উদ্বোধন

মতিয়ার চৌধুরী, লন্ডন থেকে
  • রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৬৬ বার পড়া হয়েছে
ফোর কর্নার্স-এর উদ্যোগে ইষ্টলন্ডনে বেঙ্গলী ফটো আর্কাইভের উদ্বোধন

ফোর কর্নার্স ও স্বাধীনতা ট্রাষ্টের উদ্যোগে পূর্বলন্ডনে বাঙ্গালী সম্প্রদায়ের বসতিস্থাপন, বর্ণবাদ বিরোধী আন্দোলন ও বাঙ্গালীদের জীবনযাত্রা নিয়ে বিভিন্ন সময়ে ধারনকৃত ফটো আর্কাইভের উদ্বোধন করা হয়েছ। বেঙ্গলী ফটো আর্কাইভ পূর্ব লন্ডন ও পার্শবর্তি এলাকার অতীত ও বর্তমান সম্প্রদায়ের জীবন যাত্রার চিত্র গুলি নতুন করে সংগ্রহ
শুরু করেছে।

অকপটে তোলা ছবি থেকে শুরু করে ষ্টুডিওতে তোলা পারিবারিক ছবি পর্যন্ত আর্কাইভ এর মাধ্যমে বাঙ্গালী জনগোষ্টেী একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাস উঠে আসবে যারা এখানে বসবাস করেন বা  প্রত্যক্ষ করেছেন  তাদের দৃষ্টিকোণ থেকে।

ফোর কর্নার্স আয়োজিত উদ্বোধনী অনুষ্টানে বক্তব্য রাখেন ফোর কর্নার্স এর পরিচালক কার্লা মিচেল ও স্বাধীনতা ট্রাস্টের ব্যবস্থাপক আনসার আহমেদ উল্লাহ। আরও বক্তব্য রাখেন কাউন্সিলর মাইশা বেগম। এসময় আরো উপস্থিত ছিলেন বর্ণবাদ বিরোধী সংগঠক রাজনউদ্দিন জালাল, টেরি ফিটজপ্যাট্রিক, ক্লেয়ার মারফি, কাউন্সিলর জ্যোত্স্না ইসলাম, কুইনমেরি ইউনিভার্সিটি প্রফেসর এলেস্টার ওয়েন্স   ও স্বাধীনতা ট্রাস্টের সভাপতি জুলি বেগম সহ
আরও অনেকে।

কার্লা মিচেল বলেন‘আমরা স্বেচ্ছাসেবকদের আমন্ত্রণ জানাচ্ছি, বাঙালি সম্প্রদায়ের দৈনন্দিন জীবনের গ
ল্পের সংরক্ষণাগারে আমাদের সাথে যোগদান করতে। ‘এই’ফটোগ্রাফগুলি টাওয়ার হ্যামলেটস লোকাল হিস্ট্রি লাইব্রেরি এবং আর্কাইভে জমা করা হবে  এবং মানুষের স্মৃতির অডিও এবং চিত্রায়িত রেকর্ডিংয়ের পাশাপাশি অনলাইনে রাখা হবে। ফোর কর্নারস এবং স্বাধীনতা ট্রাস্টের প্রকল্পটি ২০২৩ সালের গ্রীষ্ম পর্যন্ত চলবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD