1. sm.khakon@gmail.com : bkantho :
ব্রিটেন জুড়ে ভয়াবহ খরা শুকিয়ে যাচ্ছে নদনদী - বাংলা কণ্ঠ নিউজ
May 31, 2023, 10:48 pm

ব্রিটেন জুড়ে ভয়াবহ খরা শুকিয়ে যাচ্ছে নদনদী

মতিয়ার চৌধুরী, লন্ডন থেকে
  • রবিবার, আগস্ট ১৪, ২০২২
  • 0 Post View
ব্রিটেন জুড়ে ভয়াবহ খরা শুকিয়ে যাচ্ছে নদনদী

ব্রিটেনের কয়েকটি এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ খরা, শুকিয়ে যাচ্ছে নদনদী পানির অভাবে বিনষ্ট হচ্ছে মাঠের ফসল। ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে  আটটি এলাকাকে  খরা অঞ্চল  হিসেবে ঘোষণা করেছে। ব্রিটেন জুড়ে   শুষ্ক অবস্থা দীর্ঘায়িত হচ্ছে, যত দিন য়াচ্ছে খরার ভয়াবহতা বাড়ছে। দেশটির কয়েকটি এলাকায়  এবছর উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত হয়নি।

এছাড়া ১৯৫২ সালের পর এবছরই বৃষ্টিপাতের পরিমান সবচাইতে কম অন্যদিকে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। জুলাই মাসের মাঝামাঝি থেকে এযাবত তাপমাত্রা রয়েছে ২০ডিগ্রির উপরে, কোন কোন দিন ৪০ অতিক্রম করেছে।  ১২ আগষ্ট শুক্রবার ন্যাশনাল ড্রাউট গ্রুপ আনুষ্ঠানিকভাবে খরা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।

পরিবেশ সংস্থা যে আটটি এলাকা চিহ্নিত করে খরা অঞ্চল হিসেবে ঘোষণা দিয়েছে সেগুলো হচ্ছে- ডেভন অ্যান্ড কর্নওয়াল, সোলেন্ট অ্যান্ড সাউথ ডাউনস, কেন্ট অ্যান্ড সাউথ লন্ডন, হার্টস অ্যান্ড নর্থ লন্ডন, ইস্ট অ্যাঙ্গিলা, টেমস, লিঙ্কনশায়ার অ্যান্ড নর্দাম্পটনশায়ার এবং ইস্ট মিডল্যান্ডস।পরিবেশ সংস্থা আগস্ট মাসের শেষ দিকে আরও দুটি এলাকায় খরা ঘোষণা করতে পারে।

সেগুলো হচ্ছে ইয়র্কশায়ার এবং ওয়েস্ট মিডল্যান্ডস।দীর্ঘায়িত শুস্ক আবহাওয়ার জন্য ইংল্যান্ডে চার ধরনের জরুরি আবহাওয়া পরিস্থিতি ঘোষণা করা হয়ে থাকে। এ মাসের শুরুতে বিশেষজ্ঞদের এক বৈঠকে প্রথম ধাপের জরুরি পরিস্থিতি ঘোষণা নিয়ে আলোচনা হয়। তবে এবার আরও এক ধাপ বাড়িয়ে দ্বিতীয় পর্যায়ের জরুরি অবস্থা খরা ঘোষণা করা হয়েছে। খরার প্রভাবে অনেক জায়গায় খাল নদী শুকিয়ে গেছে।  বিশেষ করে টেমস নদীর উৎস মুখ এবছর একেবারেই শুকিয়ে গেছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD