1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় কামাল ও সিরাজুল জেল হাজতে - বাংলা কণ্ঠ নিউজ
June 5, 2023, 8:54 pm

নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় কামাল ও সিরাজুল জেল হাজতে

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
  • বৃহস্পতিবার, জুলাই ২১, ২০২২
  • 0 Post View
নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় কামাল ও সিরাজুল জেল হাজতে
নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় কামাল ও সিরাজুল জেল হাজতে। ছবিঃ বাংলা কণ্ঠ
নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন ও তার ভাগনা ভাগনির উপর শালিস বৈঠকে সন্ত্রাসী হামলার ঘটনায় মুল নায়ক লন্ডন প্রবাসী আনোয়ার হোসেন কামাল ও একাধীক মামলার আসামী সিরাজুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।
২০ জুলাই বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে মাননীয় আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
জানাযায়,লন্ডন প্রবাসী আনোয়ার হোসেন কামাল প্রেসক্লাব সভাপতি রাকিল ও তার ভাগনা স্বপন আহমেদের জায়গা জোরপূর্বক দখল নেয়।
এ নিয়ে গত ২০ মে বিকেলে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামের বাবলু আহমেদের বাড়ীতে উভয় পক্ষের উপস্থিতিতে শালিস বৈঠক বসে। বৈঠক চলাকালীন কামালের নির্দেশে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সিরাজুল,দুরুদ,জামাল,কাছাব উদ্দিনসহ ১৫/১৬ জন লোক দা,লাঠি নিয়ে  হামলা চালায়। এ সময় বিচারকরা পালিয়ে যান।
একতরফা হামলায় আহত হন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন,তার ভাগনী রোকসানা,ভাগনা নোমান,রাফায়েল ও সালামীন। তাদেরকে প্রথমে নবীগঞ্জ ও পরে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা করানো হয়।
এ ব্যাপারে স্বপন আহমেদ বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ কাওছার আহমেদ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেঘটনার সাথে জড়িত জামাত নেতাকাজী ছলিম উদ্দিনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।
মামলার পর হামলাকারী আনোয়ার হোসেন কামালসহ ৭ জন মাননীয় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহে জামিনে ছিল। তাদের জামিনের মেয়াদ শেষ হলে উপরোল্লিখিত তারিখে তারা হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত দুই জনের জামিন নামঞ্জুর করেন।
নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন দু’ জন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন শালিস বৈঠকে এমন ন্যাক্কারজনক হামলা দু:খজনক।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD