ব্রিটিশ আবহাওয়া দপ্তর প্রচন্ড তাপদাহের জন্য সমগ্র ব্রিটেন জুড়ে চার মাত্রার রেড এলার্ট জারি করেছে। এই সতর্কবার্তায় বিটেনে খুব গুরুতর পরিস্থিতি’ দেখতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এই প্রথমবারের মতো এমন চার মাত্রার সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিনে ব্রিটেনে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। অথচ এই তাপমাত্রা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালি বা অন্যান্য দেশে দেখা যায়। শীতপ্রধান ব্রিটেনে এই প্রথম। স্বাস্থ্য বিভাগ থেকে সকলকে নিরাপদ থাকার জন্য নির্দেশনা জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, সেন্ট্রাল ব্রিটেন, উত্তর, পূর্ব এবং দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের কিছু অংশে সোমবার থেকে বুধবার পর্যন্ত চরম তাপীয় আবহাওয়া বিরাজ করবে। এই চার মাত্রার এলার্ট তখনই জারি করা হয় যখন একটি তাপপ্রবাহ এত তীব্র এবং দীর্ঘায়িত হয় যে এর প্রভাবে মানব স্বাস্থ্য ও সামাজিক যত্ন হুমকির মুখে পরে। এই স্তরে সুস্থ স্বাভাবিক মানুষেরাও অসুস্থতা এবং মৃত্যুর মুখোমুখি হতে পারে। এই অবস্থায় বয়স্ক ব্যক্তি, ছোট শিশু, শিশু এবং যাদের অন্তর্নিহিত স্বাস্থ্যগত সমস্যা রয়েছে তাদেরকে সতর্ক থাকতে হবে। যারা একা থাকেন তারা বিশেষ ঝুঁকির মধ্যে বিবেচিত হচ্ছেন। তাদের ক্ষেত্রে পরামর্শ দেয়া হয়েছে তারা গরম আবহাওয়ার সময় তাদেরকে স্বাস্থ্য চেক করার জন্য সাথে একজন বন্ধু বা আত্মীয়কে নিয়ে যেতে হবে।
এছাড়া ঘরবাড়ি এবং অন্যান্য অভ্যন্তরীণ স্থানগুলোকে যথাসম্ভব ঠাণ্ডা রাখতে হবে, সূর্যের মুখোমুখি রুমের পর্দা বন্ধ রাখতে হবে। কেউ যদি বাইরে থাকেন তবে সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সূর্যের আলোর বাইরে থাকার চেষ্টা করতে বলা হয়েছে, ছায়াযুক্ত স্থানে থাকতে, ত্বকে সানস্ক্রিন ব্যবহার এবং মাথায় চওড়া টুপি পরতে বলা হয়েছে।এমনকি দিনের উষ্ণতম সময়ে শারীরিক পরিশ্রম এড়াতেও পরামর্শ দেওয়া হয়েছে। এই সময়ে ডিহাইড্রেশন একটি সত্যিকারের ঝুঁকি রয়েছে আর তাই মানুষের প্রচুর তরল পান করা উচিত কিন্তু অবশ্যই ‘অতিরিক্ত অ্যালকোহল’ এড়াতে হবে। মানুষকে তাপ-সম্পর্কিত অসুস্থতার লক্ষণগুলোর বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মেট অফিস ও জাতীয় স্বাস্থ্য বিভাগ বলছে, গরমের কারনে আগামী কয়েক সপ্তাহ মানুষ মারাত্মক ভাবে অসুস্থ হতে পারে। আর এ জন্য হাসপাতাল গুলোকে প্রস্তুত নির্দেশ দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে মেট অফিসের একজন মুখপাত্র জানিয়েছেন তারা আগামী সোমবার ও মঙ্গলবার লাল সতর্কতা জারি করেছেন। এই সতর্কতা লন্ডন, ম্যানচেস্টার, ইয়র্কসহ বেশ কিছু এলাকায় বহাল থাকবে। সতর্কতার অংশ হিসেবে বেশ কিছু রাস্তা বন্ধ রাখা হতে পারে। একই সাথে রাস্তায় পাবলিক ট্রান্সপোর্ট কম চলাচল করতে পারে। অন্যদিকে এই সময় ট্রেন ও বিমান চলাচল ব্যহত হতে পারে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা তাদের ৯৯৯ সার্ভিসকে আরও বেশি একটিভ থাকতে বলেছেন। তবে ইমাজেন্সি ছাড়া এখানে ফোন না করার জন্য অনুরোধও করা হয়েছে। অতিমাত্রায় প্রয়োজনে ৯৯৯ ও কম প্রয়োজনে ১১১ এ কল করতে বলা হয়েছে।
ইউকেএনএইচএসএ এর ইভেন্টস অ্যান্ড স্বাস্থ্য সুরক্ষার প্রধান ডঃ অ্যাগোস্টিনহো সোসা বলেন, ‘তাপ-স্বাস্থ্য সতর্কতা এখন দেশের বেশিরভাগ অংশে জারি করা হয়েছে। সপ্তাহান্তে এবং পরবর্তী সপ্তাহের শুরুতে তাপমাত্রা ধারাবাহিকভাবে উচ্চ থাকবে। সকাল ১১টা থেকে বিকেল ৩টার মধ্যে যখন অতিবেগুনি রশ্মি সবচেয়ে বেশি নির্গত হয় তখন নিজেকে হাইড্রেটেড রাখা এবং যেখানে সম্ভব ছায়াযুক্ত স্থান খোঁজা গুরুত্বপূর্ণ। যদি আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং প্রতিবেশী শারীরিকভাবে দুর্বল থাকে, তবে তারা কীভাবে উষ্ণ আবহাওয়া থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারে সে সম্পর্কে সচেতন থাকুন। ব্রিটিশ আবহাওয়াবিদরা বলছেন, বর্তমানে ইউরোপের কিছু অঞ্চলে যে অবস্থা তা ব্রিটেনে হবে কিনা তা এখনই বলা যাচ্ছ না। তবে আগামী কয়েক দিন আরো সতর্ক থাকতে হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply