1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
শাহবাজ শরিফ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী - বাংলা কণ্ঠ নিউজ
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন

শাহবাজ শরিফ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী

বাংলা কণ্ঠ ডেস্কঃ
  • সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ১০৫ বার পড়া হয়েছে
শাহবাজ শরিফ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী
ফাইল ছবি

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আজ সোমবার তিনি পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হন।

পিটিআইয়ের এমপিরা পাকিস্তান পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন বয়কট করলে সোমবারের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে শাহবাজ শরিফের কোনো প্রতিদ্বন্দ্বী থাকেনি। এছাড়া পিটিআইয়ের (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) প্রার্থী শাহ মাহমুদ কুরেশিও প্রধানমন্ত্রী নির্বাচনে  প্রতিদ্বন্দ্বিতা করেননি।

এ বিষয়টি তখনই স্পষ্ট হয় যখন পিটিআইয়ের (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) প্রার্থী শাহ মাহমুদ কুরেশি বলেন, পাকিস্তান পার্লামেন্ট থেকে পিটিআইয়ের এমপিরা গণপদত্যাগ করবেন।

এরপর ডেপুটি স্পিকার কাসিম সুরির পরিবর্তে পিএমএল-এন (পাকিস্তান মুসলিম লীগের নওয়াজ গ্রুপ) দলের আয়াজ সাদিক পাকিস্তান পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে সভাপতির দায়িত্ব পালন করেন। এ বিষয়ে ডেপুটি স্পিকার কাসিম সুরি বলেন, তার বিবেকে এটা সায় দেয় না যে পাকিস্তান পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের দায়িত্ব তিনি পালন করেন।

এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর পাকিস্তান পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আগেই গণপদত্যাগের সিদ্ধান্ত নেন ইমরান।

শাহবাজ আজ সোমবার ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। উল্লেখ্য, শাহবাজ ২০১৮ সালেও প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওইবার ইমরান খান ভোট পেয়েছিলেন ১৭৬ ভোট। আর শাহবাজ পেয়েছিলেন ৯৬।

সূত্র : ডন, দি নিউজ, এক্সপ্রেস ট্রিবিউন

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD