1. sm.khakon@gmail.com : bkantho :
ব্রিটেনের রাণীর চেয়েও বেশি সম্পত্তির মালিক ভারতীয় বংশদ্বোত ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনকের স্ত্রী অক্ষতা - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৩:৪২ অপরাহ্ন

ব্রিটেনের রাণীর চেয়েও বেশি সম্পত্তির মালিক ভারতীয় বংশদ্বোত ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনকের স্ত্রী অক্ষতা

মতিয়ার চৌধুরী, লন্ডন
  • সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৮০ বার পড়া হয়েছে
ব্রিটেনের রাণীর চেয়েও বেশি সম্পত্তির মালিক ভারতীয় বংশদ্বোত ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনকের স্ত্রী অক্ষতা
ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক ও স্ত্রী অক্ষতা এবং পরিবারের সদস্যরা। ছবি: বাংলা কণ্ঠ

এ যেন অর্থের পাহাড়, সম্পদের  হিসেব দেখে চোখ কপালে অনেকের। ভাবছেন কার কথা বলা হচ্ছে?  পাহাড়সম  সম্পত্তির মালিক ভারতীয় বংশদ্ভোত ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনকের স্ত্রী অক্ষতা নারায়ণমূর্তি। তার আরো একটি পরিচয় আছে। তিনি ইনফোসিস কর্তা এন নারায়ণমূর্তির কন্যা অক্ষতা।

অঙ্কের হিসেব করলে যা দেখা যাচ্ছে তাতে অক্ষতার সম্পত্তির পরিমাণ ব্রিটিশ রাণীর চেয়েও  অনেক বেশি। আর তার বিরুদ্ধে ক্রমাগত কর এড়িয়ে চলার অভিযোগ  উত্থাপন করছেন  কেউ কেউ, অক্ষতার দাবি  তিনি নিয়মিতই কর পরিশোধ করছেন।  এখন প্রশ্ন হচ্ছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অর্থমন্ত্রী ঋষি সুনকের স্ত্রীর এত পরিমাণ অর্থের উৎস কী? জানা যায় বাবার ব্যবসা থেকে প্রাপ্ত শেয়ারেই  বিশাল সম্পদের মালিক অক্ষতা। নারায়ণমূর্তির ইনফোসিসে এক শতাংশ শেয়ারও নেই তার।

রয়েছে ০.৯১ শতাংশ শেয়ার। যার বাজারমূল্য ৬৯ কোটি পাউন্ড যা ভারতীয় মুদ্রায় ৬৮৩০ কোটি টাকা। আর এই শেয়ারের ডিভিডেন্ড বাবদ ১.১৬ কোটি পাউন্ড আসে অক্ষতার ঝুলিতে। সে অর্থে আয়ের অঙ্ক বিপুল। তবে সুবিধা একটাই। ব্রিটিশ নাগরিক নন তিনি। তার স্টেটাস নন-ডোমিসাইল। ভারতের নাগরিকত্ব থাকায় দ্বৈত নাগরিকত্ব পাবেনও না। অর্থাৎ স্থায়ী নাগরিক নন।

তাই করের কড়াকড়ি তার ওপর নেই। সেই সুযোগেই আয় বেশি, ব্যয় ন্যূনতম নারায়ণমূর্তির মেয়ে অক্ষতার। এখন অক্ষতার এই সম্পত্তি নিয়েই যত শোরগোল ব্রিটেনের  অভ্যন্তরে । বিরোধী লেবার পার্টির অভিযোগ, স্বামী ঋষি সুনক ব্রিটেনের অর্থমন্ত্রী হওয়ায় করের বোঝা চাপিয়ে চলেছেন দেশবাসীর ওপর।

অথচ তার স্ত্রী কর ফাঁকি দিয়ে চলেছেন। সরকারি মুখপাত্রের দাবি, অক্ষতা ব্রিটেনে তার রোজগারের ওপর  নিয়মিত কর প্রদান করেন। প্রসঙ্গত, ২০১৮ সালে ব্রিটিশ অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার সময় ঋষি সুনাক নিজের স্ত্রীর অবস্থানের কথা জানিয়েছিলেন।

অক্ষতার নন-ডোমিসাইল স্টেটাসের কথা তাই কারো অজানা নয়। তবু বিতর্ক থামছেনা । বিশেষজ্ঞরা বলছেন, নন-ডোমিসাইল তকমা ছাড়তেই পারেন অক্ষতা। তখন হয়তো তাকে ব্রিটিশ নাগরিকদের মতো মোটা অঙ্কের কর দিতে হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD