1. sm.khakon@gmail.com : bkantho :
বর্ণবাদকে গুরুত্ব দিয়ে লন্ডনে লেবার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৮ পূর্বাহ্ন

বর্ণবাদকে গুরুত্ব দিয়ে লন্ডনে লেবার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন

মতিয়ার চৌধুরী, লন্ডন
  • সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ১৩১ বার পড়া হয়েছে

ব্রিটেনে স্থানীয়  কাউন্সিলগুলোর নির্বাচনের এক মাসেরও কম সময় বাকী। গত ৮ এপ্রিল, শুক্রবার থেকে লেবার পার্টি লন্ডনে তাদের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। বার্নেটে অনুষ্ঠিত ক্যাম্পেইন লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিল লিডার, এমপি এবং নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী  প্রার্থীরা।

লন্ডনের ৩২টি কাউন্সিলের মধ্যে ২১টির নিয়ন্ত্রণে আছে লেবার পার্টি। তবে বার্নেট  কাউন্সিলে লেবার পার্টি কখনও বিজয়ী হতে পারেনি। এর কারণ হিসেবে  অনেকে মনে করেন  দলের অভ্যন্তরে  ইহুদিবিদ্বেষের সমস্যা থাকায় ২০১৮ সালের নির্বাচনে এই কাউন্সিলে লেবার পার্টি জয়লাভ করতে পারেনি। শুক্রবার ক্যাম্পেইন লঞ্চিংয়ে এসে লেবার পার্টির বড় নেতারাও বিষয়টি এড়িয়ে না গিয়ে এনটি-সেমিটিজম নিয়ে কথা বলেছেন।

লন্ডনে ক্যাম্পেইন লঞ্চিংয়ে এসেছিলেন লেবার নেতা কিয়ার স্টারমারও। তিনি জানেন, লেবার পার্টি থেকে মুখ ফিরিয়ে নেয়া ভোটারদেরই মন জয় করতে হবে। এদিকে  ওয়ান্ডসওয়ার্থ  কাউন্সিলেও জিততে চায় লেবার পার্টি। কিন্তু সম্প্রতি সেখানকার এক লেবার দলীয় কাউন্সিলর এক টুইট বার্তায়  ভারতীয় বংশদ্ভোত ব্রিটিশ চ্যান্সেলর   সুনাককে উদ্দেশ করে লিখেনঃ তুমি তোমার বিলিয়নিয়ার স্ত্রীকে নিয়ে ইন্ডিয়ায় ফিরে যাও।

এ বিষয়ে লেবার লিডারকে প্রশ্ন করা হলে তিনি  বলেনঃ লন্ডনে ২১টি কাউন্সিলের নিন্ত্রণ ধরে রাখা হবে মে মাসের নির্বাচনে লেবার পার্টির সর্বনিম্ন লক্ষ্য। আর নিয়ন্ত্রণ বাড়ানো হবে চ্যালেঞ্জ।

অন্যদিকে বাংলাদেশী অধ্যসিত টাওয়ারহ্যামলেটস কাউন্সিলে একাধিক বাংলাদেশী লেবার প্রার্থী রয়েছেন  স্বতন্ত্র এবং অন্যান্য দল থেকে টাওয়ারহ্যামলেটস কাউন্সিলে বিপুল সংখ্যক বাঙ্গালী প্রতিদ্বন্দিতা করছেন।  কোন কোন স্বতন্ত্র এবং কয়েকজন বাংলাদেশী উগ্রবাদী প্রার্থীর  বিরুদ্ধে উসকানী মূলক বক্তব্য বিশেষ করে  ইহুদি ও খৃষ্টান বিদ্বেষী বক্তব্য  দেয়ার অভিযোগ উটেছে অন্যান্য  সম্প্রদায়ের কাছ থেকে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD