1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ব্যবসায়ী নারী ও মুর্তি চুরির অভিযোগে যুবক গ্রেফতার - বাংলা কণ্ঠ নিউজ
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন

নবীগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ব্যবসায়ী নারী ও মুর্তি চুরির অভিযোগে যুবক গ্রেফতার

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
  • রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ১৭০ বার পড়া হয়েছে
নবীগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ব্যবসায়ী নারী ও মুর্তি চুরির অভিযোগে যুবক গ্রেফতার
ছবি: বাংলা কণ্ঠ

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কাকড়া গ্রামের ইউনুস উল্লার মেয়ে রুবিনা বেগম(৩৭)কে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়,রুবিনা বেগম নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ এলাকার একজন চিহ্নিত মাদক সেবন ও বিক্রয়কারী। দীর্ঘদিন যাবত সে ইনাতগঞ্জ এলাকায় গাজাসহ মাদক ব্যবসা করে আসছে। বিষয়টি ইনাতগঞ্জ এলাকার সবাই জানলেও রহশ্যজনক কারনে নীরব ছিল ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ।
৯ এপ্রিল শনিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার চৌকস এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে কাকুড়া-চানপুর সড়ক থেকে ৪কেজি গাজাসহ রুবিনাকে গ্রেফতার করেন
এদিকে অপর এক পৃথক অভিযানে মন্দিরে চুরির সাথে জড়িত রাজন মিয়া(২৪) কে গ্রেফতার করেছে পুলিশ। সে পৌর এলাকার কেলি কানাইপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র।
জানা যায়, উপজেলার হালিতলা গ্রামে সম্প্রতি একটি মন্দিরে চুরি সংঘটিত হয়। চোরের দল মন্দিরে থাকা বিগ্রহসহ বিভিন্ন জিনিস পত্র নিয়ে যায়। এ বিষয়ে মন্দির কর্তৃপক্ষ নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানার এস আই জাহাঙ্গীর আলম একদল পুলিশ নিয়ে গত শনিবার রাতে মালামালসহ রাজনকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন।
নবীগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, পৃথক অভিযানে নারীসহ দুজনকে গ্রেফতারের পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD