নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের হালিতলা-তামামপুর শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়ায় ২৬ তম বার্ষিক অষ্টপ্রহরব্যাপী কীর্তন উৎসব বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
এতে গীতাপাঠ করেন ডাঃ স্মৃতিকণ্ঠ দাশ চৌধুরী । অনুষ্টানমালার মধ্যে ছিল অধিবাস,গীতাপাঠ,হরিনাম সংকীর্তন,দধিভান্ড ভঞ্জন,মহাপ্রসাদ বিতরন ও হরিলুট। এতে কীর্তন পরিবেশন করেন, সিলেট গোয়াইনঘাটের শ্রী বিধু চন্দ,সুনামগঞ্জ দিরাইয়ের শ্রী মিন্টু সরকার,শ্রী কমল কৃষ্ণ দেবনাথ,নবীগঞ্জের শ্রী সঞ্জয় কৃষ্ণ দাশসহ অন্যান্য কীর্তনীয়াবৃন্দ। কীর্তন কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য শ্রীবাস পাল ,সহ সভাপতি তপন পুরকায়স্থ,রনজিত গোস্বামী,সুশান্ত বৈদ্য,সুমন দাশ,রাজ কুমার গোপ,রতিশ গোপ, সাধারন সম্পাদক সুরঞ্জন বৈদ্য,কোষাধ্যক্ষ লিটন
চন্দ্র রায় এর সার্বিক পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন,নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,দপ্তর সম্পাদক অমলেন্দু সুত্রধর,সদর ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সভাপতি সুবিনয় রায়,কুর্শি ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি পিন্টু রায়,সাধারন সম্পাদক জগন্নাথ দাশ,সুবিনয় কর,সুবিনয় দাশ সুমন,
কীর্তন কমিটির সাংগঠনিক সম্পাদক হরিচরন দাশ,সাংস্কৃতিক সম্পাদক পার্থ বৈদ্য,প্রচার সম্পাদক নিকলেশ দাশ,দপ্তর সম্পাদক হিরক রায়,আপ্যায়ন সম্পাদক সুজয় দাশ,মহিলা সম্পাদক লক্ষী রানী দাশ,শিক্ষক বিধান রায়,বিপুল দাশসহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক,ধর্মীয় সংগঠন ও কীর্তন কমিটির লোকজন এ সময় উপস্থিত ছিলেন।অনুষ্টানে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে।
Leave a Reply