থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দুই নেতা পারস্পারিক স্বার্থ সংক্রান্ত নানা ইস্যুতে কথা বলেছেন।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বৈঠকে বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তিনি সীমান্তে অনুপ্রবেশ আটকানো ও বাংলাদেশী সংখ্যালঘুদের ওপর ‘অত্যাচারের’ বিষয়ে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া মোদি অনুরোধ জানান, যেন বাংলাদেশের পক্ষ থেকে এমন কিছু না বলা হয়, যাতে উত্তেজনা বাড়ে।’
এদিকে, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রধানমন্ত্রী মোদির সাথে কথা হয়েছে প্রধান উপদেষ্টার। এছাড়া তিস্তা ও গঙ্গা নিয়েও কথা হয়েছে দুই নেতার। আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে।’
বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রমুখ। আর বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply