1. sm.khakon@gmail.com : bkantho :
সৎ নেতৃত্ব ছাড়া একশ বছরেও বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় : জুমার খুৎবায় মুফতি হাসান - বাংলা কণ্ঠ নিউজ
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন

সৎ নেতৃত্ব ছাড়া একশ বছরেও বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় : জুমার খুৎবায় মুফতি হাসান

এম এ মজিদ, হবিগঞ্জ
  • শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে
সৎ নেতৃত্ব ছাড়া একশ বছরেও বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় : জুমার খুৎবায় মুফতি হাসান

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড় বাজার ৩নং জামে মসজিদে (২৪ জানুয়ারী ২০২৫ শুক্রবার) জুমার খুৎবায় মুফতি মুহাম্মদ হাসান বলেছেন- যেনতেনভাবে নির্বাচনের মাধ্যমে জনগনের প্রতিনিধি হয়েই এক শ্রেণীর মানুষ লুটেরা হয়ে যায়। তারা জনগনের সম্পদ চুরি করে, জায়গা জমি কেড়ে নেয়, সবকিছু নিজের মনে করে।

জনগনের সম্পদ চোরেরা এখন পালিয়ে গেছে। সৎ নেতৃত্ব ছাড়া একশ বছরেও বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ এক নয়। দেশের চেহারা পাল্টে দিতে যে কোনো নির্বাচনে সৎ নেতৃত্বকে বেছে নিতে হবে। মানুষ জেগে উঠেছে, সৎ নেতৃত্ব বেরিয়ে আসবে ইনশাল্লাহ। মুফতি হাসান বলেন- আপনি ইসলামের দিকে আসেন আর না আসেন, ইসলামের বিজয় হবেই।

ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন স্থানে ইসলামের বিজয় এসে গেছে। বাকীগুলোতেও হয়ে যাবে। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইসলামের বিজয়টা সহজ হবে। ইসলামের বিজয়ের জন্য প্রথমেই নিজেকে সংশোধন করতে হবে, সুদ ঘুষ থেকে নিজেকে রক্ষা করতে হবে, অনৈতিক কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। আমরা শুধু সমালোচনা করি, অমুক কোটি টাকা মেরে খেয়েছে, অমুক খারাপ ইত্যাদি।

একবার নিজেকে প্রশ্ন করুন, আপনি এই পদে গেলে, আপনার সামনে অবৈধ কোটি টাকা হাতছানি দিয়ে ডাকলে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন কি না। আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক বাড়িয়ে দিতে হবে, বেশি বেশি দুরুদ পড়তে হবে, মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার দরকার নাই, আপনি আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছি কি না, আমি আল্লাহকে চিনতে পারলাম কি না, আল্লাহ আমাকে চিনতে পারলেন কি না, এসব বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে। একজন জান্নাতী মানুষ হওয়ার জন্য বেশি বেশি আমল করার উপর তিনি গুরুত্বারুপ করেন।

এম এ মজিদ
আইনজীবী ও সংবাদ কর্মী
হবিগঞ্জ ২৪ জানুয়ারী ২০২৫
০১৭১১-৭৮২২৩২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD