1. sm.khakon@gmail.com : bkantho :
লন্ডন পৌঁছেছেন বিএনপি‘র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া - বাংলা কণ্ঠ নিউজ
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন

লন্ডন পৌঁছেছেন বিএনপি‘র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

মতিয়ার চৌধুরী, লন্ডন
  • বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে
লন্ডন পৌঁছেছেন বিএনপি‘র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য  লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার (৮ জানুয়ারি) ২০২৫ লন্ডন সময় সকাল ৯টা ৫৮ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে বরন করেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান। এসময় পরিবারের পক্ষ থেকে বিমান বন্দরে উপস্থিত ছিলেন পুত্রবধু ডাঃ জোবায়দা রহমান সহ পরিবারের সদস্যরা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ.মালিক, সেক্রেটারী কয়ছর এম আহমদ ও কামাল উদ্দিন। এছাড়া যুক্তরাজ্য বিএনপির শত শত নেতাকর্মি বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিলেন।

গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টা ৪৬ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়াকে নিয়ে উড্ডয়ন করা এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের দোহা হয়ে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেছে।

গতকাল ঢাকায় শাহজালাল বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।

দীর্ঘ প্রায় সাত বছর পর লন্ডন আসলেন বিএনপির চেয়ারপারসন। গত সোমবার সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, যুক্তরাজ্যে পৌঁছে ‘লন্ডন ক্লিনিক’-এ ভর্তি হবেন।

এই সফরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে তার চিকিৎসক, পরিবার ও কাজের লোক সহ মোট ১৬জন রয়েছেন। দলীয় সূত্র নিশ্চিত করেছে প্রথমে তিনি যাবেন তার পুত্র তারেক রহমানের বাড়ীতে সেখান থেকে যাবেন সেন্ট্রেল লন্ডনের লন্ডন ক্লিনিক নামক একটি প্রাইভেট হাসপাতালে। তার আগমন উপলক্ষে গতকাল লন্ডনে দরীয় অফিসে যুক্তরাজ্য বিএবনপি এক দোয়া মাহফিলের আয়োজন করে।

 

ক্যাপশনঃ ১ নং ছবিতে বেগম জিয়াকে জড়িয়ে ধরছেন পুত্রবধূ ডাঃ জোবায়দা রহমান।  ২নং ছবি বেগম জিয়াকে ফুল দিয়ে বরন করেছন বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান। ৩ নং ছবিতে বিমানবন্দরের বাইরে অপেক্ষমান দলীয় নেতাকর্মীরা। বেগম জিয়াকে বহন করা এয়ার এম্বুলেন্স। ছবি নং ৫ বেগম জিয়াকে পূর দিয়ে বরন করেছন বিএনপির প্রেসিডেন্ড সেক্রেটারী। ছবি নং ৬ বিমান বন্দরে মাকে জড়িয়ে ধরছেন তারেক রহমান।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD