কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারে রীতিমতো মাইকে ঘোষণা দিয়ে স্ত্রীকে তালাক দিয়েছেন ছৈয়দ নূর (৪৫) নামের এক স্বামী।
সোমবার বিকেলে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরই এ সংক্রান্ত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্ত্রীর ওপর পরকীয়ার অভিযোগ এনে মাইক ভাড়া করে জনসম্মুখে তাকে তালাক দেন সৌদিপ্রবাসী ছৈয়দ নূর। প্রবাসে থাকার সময়ে স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়েছিলেন বলে দাবি করেন ওই স্বামী। একইসাথে সাংসারিক জীবনেও তাদের বনিবনা না হওয়াও তালাক দেয়ার অন্যতম কারণ।
খারাংখালী গ্রামের স্থানীয় বাজারে শত শত মানুষের উপস্থিতিতে মাইকে ঘোষণা দিয়ে স্ত্রীকে তালাক দেন প্রবাসী ছৈয়দ নূর। পরে উপস্থিত মানুষের মাঝে তিনি মিষ্টি বিতরণ করেন।
এলাকাবাসী জানান, ১২ বছর আগে সৌদিপ্রবাসী ছৈয়দ নূর ওই নারীকে বিয়ে করেন। বিয়ের পর স্বামী পুনরায় সৌদি আরবে চলে যাবার পর তার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন। ছৈয়দ নুর ৯ বছর যাবৎ সৌদি আরবে প্রবাস জীবনযাপন করছেন। মাঝে মাঝে দেশে বেড়াতে আসলে স্বামী সৈয়দ নূরের হাতে বেশ কয়েকবার স্ত্রীর পরকীয়া ধরাও পড়ে। এতে স্ত্রীকে বেশ কয়েকবার সতর্ক করেন ছৈয়দ নূর। পরে এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এ কারণে মাইক ভাড়া করে এনে জনসম্মুখে স্ত্রীকে তালাক দেয়ার ঘোষণা দেন ছৈয়দ নুর।
প্রবাসী ছৈয়দ নূর জানান, আমার স্ত্রী পরকীয়ায় লিপ্ত ছিলেন। সাংসারিক ছোট-খাট বিষয় নিয়ে সবসময় ঝগড়া-বিবাদে লিপ্ত হতেন। দীর্ঘ এক যুগ তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তালাকের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।
এ ব্যাপারে হোয়াইক্যং মডেল ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদ আনোয়ারী জানান, তাদের বিচার বর্তমানে ইউনিয়ন পরিষদে চলমান। তবে তালাক দুইজনের ব্যক্তিগত ব্যাপার, যা উচ্চারণের সাথে সাথেই কার্যকর। এখানে মাইকে এসে বলার কিছুই নেই। এটা অন্যায় হয়েছে বলেও অভিমত ব্যক্ত করেন চেয়ারম্যান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply