হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ- আসনের সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, ইমাম মানে নেতা। আপনাকে (ইমাম সাহেবকে) সাধারণ মানুষ বিশ্বাস করে। এ ক্ষেত্রে আপনি পবিত্র কোরআন এবং হাদিসের ব্যাখাদানের পাশাপাশি প্রশিক্ষণলব্দ জ্ঞান অর্জন করে সমাজ উন্নয়নে ভূমিকা রাখবেন। দেখবেন সমাজ যেমন উন্নয়ন হবে, ঠিক তেমনিভাবে আপনি নিজেও কৃষি, মৎস্য ও বৃক্ষরোপণসহ কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন।
সোমবার ( ২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে বানিয়াচং উপজেলায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে ইমাম সম্মেলন ও শ্রেষ্ঠ ইমাম বাঁছাই ২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেন, ইমাম সাহেবদের জন্য সরকার সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। তারাও প্রশিক্ষণলব্দ জ্ঞান কাজে লাগিয়ে আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ বলেন, কাম, ক্রোধ ও লোভের বশবর্তী হয়ে মানুষ অপরাধ করে ফেলে। কিন্তু পবিত্র কোরআনকে যারা সত্যিকার অর্থে ধারণ করেছেন তারা এসব থেকে দূরে থাকেন এবং তাদের ঈমানী শক্তিও অনেক বেশি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন, সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান, সাবেক ভাইস প্রিন্সিপাল কাজী মুফতি আতাউর রহমান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজমুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ই’ফার ফিল্ড সুপার ভাইজার মোঃ তৌহিদ মিয়া প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply