জাতীয় শোক দিবস ও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে শনিবারের (৩ আগস্ট) পূর্বনির্ধারিত শোক মিছিল বাতিল করেছে আওয়ামী লীগ। বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত এই শোকমিছিল হওয়ার কথা ছিল।
শুক্রবার (২ আগস্ট) রাতে আওয়ামী লীগের দফতর সেলের পক্ষ থেকে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকালের (শনিবার) শোক র্যালিটি স্থগিত করা হয়েছে।
এর আগে এই শোক মিছিল কর্মসূচি দেয়া হয়েছিল শুক্রবার। পরে শুক্রবার বাদ আসর সারাদেশে সকল মসজিদে দোয়া ও মোনাজাতের কর্মসূচি দেয়া হয়। পরদিন (শনিবার) বিকেল ৩টায় রাজধানী ঢাকায় আওয়ামী লীগের উদ্যোগে এ ‘শোকমিছিল’ কর্মসূচির কথা জানানো হয়েছিল।
Designed by: Sylhet Host BD
Leave a Reply