1. sm.khakon@gmail.com : bkantho :
পূর্ব বিরোধের জেরধরে চবি ছাত্রলীগের দুই উপগ্রুপের সংঘর্ষ - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৩:২০ পূর্বাহ্ন

পূর্ব বিরোধের জেরধরে চবি ছাত্রলীগের দুই উপগ্রুপের সংঘর্ষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে
পূর্ব বিরোধের জেরধরে চবি ছাত্রলীগের দুই উপগ্রুপের সংঘর্ষ

সামান্য কথা কাটাকাটি এবং পূর্বের দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষে জড়ায় চবি ছাত্রলীগের দুটি উপগ্রুপ সিক্সটি নাইন এবং বিজয় (মকু) উপগ্রুপের নেতা-কর্মীরা। সংঘর্ষে কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

১৫ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার সময় আমানত হলের সামনের রাস্তায় এ সংঘর্ষের সুত্রপাত ঘটে। সংঘর্ষের সময় বিজয় গ্রুপের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হল মোড়ে এবং সিক্সটি নাইনের নেতাকর্মীরা শাহ আমানত হল মাঠে আবস্থান নেয়।

বিজয় উপ গ্রুপের নেতা কর্মীরা শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত। অপরদিকে,সিক্সটি নাইনের নেতা-কর্মীরা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাসির উদ্দিনের অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত।

সংঘর্ষের সময় উভয় গ্রুপের নেতা-কর্মীদের দেশীয় অস্ত্র হাতে মহড়াসহ ইট-পাটকেল দিয়েও মারামারি করতে দেখা যায়।

সংঘর্ষ সম্পর্কে জানতে চাইলে বিজয়(একাংশের)উপ-গ্রুপের নেতা সাখাওয়াত হোসেন বলেন, “শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী রাশেদকে পূর্বের ঘটনার জের ধরে আজকের চলমান পিঠা উৎসবে সিক্সটি নাইনের নেতা-কর্মীরা মারধর করায় উক্ত সংঘর্ষের শুরু হয়”।

সিক্সটি নাইন গ্রুপের নেতা চবি ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সাইদুল ইসলাম সাইদের সাথে যোগাযোগ করতে গেলে উনি ব্যাস্ততার কথা জানিয়ে পরবর্তীতে যোগাযোগ করবেন বলে ফোন কেটে দেন।

সংঘর্ষ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. নুরুল আজীম সিকদারের কাছে বিস্তারিত জানতে জাইলে উনি জানান, দুই হলের শিক্ষার্থীদের কথা কাটাকাটির জের ধরে এ সংঘর্ষের সুত্রপাত ঘটে।

ঘটনার খবর পাওয়া মাত্রই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই রিপোর্ট লেখা পর্যন্ত দুই হলের শিক্ষার্থীরা তাদের স্ব স্ব হলে অবস্থান করছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD