দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সাবেক বার্তা সম্পাদক ও বর্তমানে গ্রীস প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্না সময় পত্রিকা পত্রিকা অফিসে আসেন। এ সময় তাকে স্বাগত জানান সময় পত্রিকার প্রকাশ ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার।
মঙ্গলবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টায় পেশাগত টানে দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকা অফিসে আসেন। সাংবাদিকতা পেশার মান উন্নয়ন নিয়ে প্রবাসের অভিজ্ঞতা বিবরণ তুলে ধরেন সাংবাদিক মতিউর রহমান মুন্না।
এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন মিঠু, সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সময় পত্রিকার প্রকাশ ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য তরুন সাংবাদিক ছনি চৌধুরী, সময় পত্রিকার স্টাফ রিপোর্টার জাবেদ ইকবাল তালুকদার, বিধান পাল, ইশতিয়াক আরিফ তালুকদার প্রমুখ।
পত্রিকা অফিসে অবস্থানকালে প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্না প্রবাসে সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় সকল সাংবাদিকরা পেশাগত মান উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।