প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৪, ৬:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৩, ৬:৫৪ পি.এম
নবীগঞ্জে শারদীয় দুর্গাপুজায় আদিত্যপুর নবজাগরণ সংঘের উদ্যোগে বস্ত্র বিতরণ
নবীগঞ্জে শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে সমাজের অসচ্ছল পরিবারের মাঝে সদর ইউনিয়নের আদিত্যপুর নবজাগরণ সংঘের উদ্যোগে বস্ত্র বিতরন করা হয়েছে।
২১ অক্টোবর মহসপ্তমী বিহিত পুজার দিনে ৫১ টি পরিবারের মাঝে তা বিতরন করা হয়। নবজাগরন সংঘের সভাপতি কাজল রায়ের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক রুবেল রায় প্রনব এর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. সুলতান মাহমুদ, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ রায়,
সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, আদিত্য পুর নবজাগরণ সংঘের অন্যতম উপদেষ্টা শৈলেন চন্দ্র রায়, সনজিত দাশ, বেনু রায়, অঞ্জন কুমার রায়, সাংবাদিক সুবিনয় রায় বাপ্পি, মিটু রায়, সাবেক মেম্বার সুভাষ রায়. নবজাগরণ সংঘের সাধারণ সম্পাদক রাজন রায়. সাংগঠনিক সম্পাদক সিদ্ধার্থ শংকর ভট্টাচার্য শুভ।
এছাড়াও উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌর শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল তালুকদার, উপজেলা তাতিলীগের সভাপতি ফারুক মিয়া, কলেজ ছাত্রলীগ নেতা জুবেল মিয়া, উপজেলা ছাএলীগ নেতা শিহান আহমেদ, পৌর ছাএলীগ নেতা সাজু আহমেদ রিদয়,তরুণ আইনজীবী মোঃ মিজান, কাতার প্রবাসী শেখ সুহেল মিয়া, অনজিত দাশ, বাবলু দে, মিশন রায়, মিদুল রায়, রিপন রায়, সঞ্জয় দে,বিজিত রায়,
রিজন রায় প্রমুখ। অতিথিবৃন্দ নবজাগরন সংঘের এমন মহতী কাজের প্রশংসা করেন এবং বিত্তবানদের সমাজসেবামুলক কাজে এগিয়ে আসার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com