শারদীয় দুর্গোৎসবে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
রবিবার (২২অক্টোবর) মহাঅষ্টমীবিহিত পুজার রবিবার সকাল থেকে রাত পর্যন্ত নবীগঞ্জ উপজেলার করগাঁও,বড় ভাকৈর (পশ্চিম) ইনাতগঞ্জ, দীঘলবাক, আউশকান্দি, নবীগঞ্জ সদর ইউনিয়ন, বাউসা কালিয়ার ভাঙ্গা ও নবীগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তারা। এ সময় পূজার আইন-শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক শংঙ্কর পাল,হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সদস্য অমলেন্দু সূত্রধর,সলিল বরণ দাশ,বিধান পাল প্রমুখ।
নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়ার পুজা মন্ডপে নের্তৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস সচিব বিশিষ্ট ব্যবসায়ী শংকর পাল।
পুজা মন্ডপ পরিদর্শনে নের্তৃবৃন্দ সময় মোাক্তাহার অগ্রদূত সংঘের সভাপতি শৈলেন চন্দ্র দাশ,আখড়া পুজা মন্ডপ, বড় শাখোযা রাখাল ঠাকুর গাছতলা পুজা মন্ডপের সভাপতি পিকলু চৌধুরী,হালিতলা নরসিং জিুড় মন্দির পুজা মন্ডপের সভাপতি লিটন রায়,ঝাড়ু রায়ের বাড়ী পুজা মন্ডপ, ১নং ইউনিয়নের আমড়াখাইড় হরিসংঘ মন্ডপের বীর মুক্তিযোদ্ধা গজেন্দ্র দাশ, জগন্নাথপুর ১ নং ইউনিযনের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ভুপেশ দাশ,সাধারণ সম্পাদক দেবব্রত দাশ,সাংগঠনিক সম্পাদক শিবু দাশ,৩ নং ইনাতগঞ্জ ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চিনু সুত্রধর,সাধারন সম্পাদক চন্দন রায় হরি মধ্য সমেত গ্রামের পুজা মন্ডপে,৪ নং দীগলবাক ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নৃপেন্দ্র দেব,
৫ নং আউশকান্দি ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ব্রজেন্দ্র দেবনাথ মিঠাপুর ভৈরবানন্দ মন্দিরে,১২ নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের উমরপুর শাপলা সংঘের ক্ষিতিশ সুত্রধরের পুজামন্ডপে,৯ নং বাউসা ইউনিয়নের সোজাপুর গ্রামের কৌশিক পালের বাগীতে পুজা মন্ডপে,জয়নগর দিপক পালের বাড়ী পুজা মন্ডপে,রিপাতপুর গোপেন্দ্র পালের বাড়ীর পুজা মন্ডপে,৬নং কুর্শি ইউনিয়নের রতনপুর বড়বাড়ী পুজা মন্ডপের পুজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এদিকে দুর্গা পূজার সার্বিক বিষয়েই সন্তোষ প্রকাশ করেছেন প্রতিটি ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। অত্যান্ত সুষ্ঠু ও সুন্দরভাবে দুর্গা পূজার সার্বিক বিষয়গুলো সম্পন্ন করায় ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান তারা।
সার্বিকভাবে সহযোগিতা করায় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবন্দ।