প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৪, ৬:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৩, ৩:৪৬ পি.এম
নবীগঞ্জে শেখ রাসেলের জন্মদিন শেখ রাসেল দিবস পালিত
নবীগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ১৮ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়।
পরে সেখান থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১, নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপ এর সভাপতিত্বে ও উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমদ এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিদষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. গতি গোবিন্দ দাশ,
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সময় পত্রিকার প্রকাশ ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা বুরহান উদ্দিন ভুইয়া, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া, ইনাতগঞ্জ স্কুলের শিক্ষার্থী স্বস্তি আচার্য্য প্রমুখ।
আলোচনা সভা শেষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, নবীগঞ্জ থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, উপজেলা প্রধান শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে বুধবার দুপুরে হবিগঞ্জ-১, নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী নবীগঞ্জ শহরের শ্রী শ্রী জিউর আখড়ায় সনাতন ধর্মালম্বীদের নিয়ে এক মতবিনিময় সভায় মিতিল হন।
এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এড. গতি গোবিন্দ দাশ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুখেন্দু রায় বাবুল, সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা,
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারারণ রায়, পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি নিখিল আচার্য্য, বিশিষ্ট ব্যবসায়ী রঙ্গ লাল রায়, আখড়া কমিটির সাধারণ সম্পাদক বিধান ধর, নবীগঞ্জ পৌরসভা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গৌতম কুমার রায়, সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর প্রানেশ দেব, সাংবাদিক অঞ্জন রায় প্রমুখ।
এ সময় তিনি মিলাদ গাজী এমপি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ৯৯টি পূজা মন্ডপে ২ হাজার করে নগদ টাকা এবং শ্রী শ্রী জিউর আখড়ায় দুই মেট্রিকটন ওজনের ১টি এসি অনুদানের ঘোষনা দেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com