প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৪, ৬:২০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৩, ১০:১৯ এ.এম
নবীগঞ্জে প্রশাসনের অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংশ
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর এলাকায় বিবিয়ানা নদীর তীরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন নবীগঞ্জ উপজেলা প্রশাসন।
১৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শাহীন দেলোয়ার। এ সময় ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
অভিযানকালে ৭০০ ফিট ড্রেজারের পাইপ ও বালু উত্তোলনের দুইটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।
তাছাড়া বালু মহাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ইনাতগঞ্জ ইউনিয়নের তপথিবাগ গ্রামের জসিম উদ্দিনের পুত্র রুমান আহমেদ নামে এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বিবিয়ানা নদীর পাড়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রয় করেছেন স্থানীয় বালু ব্যবসায়ীরা। এসব ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার বলেন,স্থানীয় বালু ব্যবসায়ীরা সুয়োগ বুঝে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল। আমরা এদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে ড্রেজার পাইপ ও মেশিন ধ্বংস করেছি। অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com