হবিগঞ্জের বানিয়াচংয়ে কৃষি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনকারী এক ব্যক্তিকে অর্থদন্ড করা হয়েছে।
মঙ্গলবার ( ১১ই জুলাই) দুপুর ১ ঘটিকার সময় বানিয়াচং উপজেলার ১নং ইউনিয়নের দেওয়ানবাগ এলাকার ইদ্রিছ মিয়ার পুত্র মোঃ ফয়েজ মিয়া (৫২) কে কৃষি জমি হতে ড্রেজার মেশিন দিয়ে বালু ও মাটি উত্তোলন করার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেন মোবাইল কোর্টের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান।
এসময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস যাতে বিক্রি না করতে পারে সে লক্ষ্যে স্থানীয় আদর্শ বাজার ও বড় বাজার মনিটরিং করা হয়।
সহকারী কমিশনার ভূমি মোঃ নাজমুল হাসান বলেছেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী কৃষি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও বিক্রির অপরাধে মোঃ ফয়েজ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া অবৈধভাবে যারা কৃষি জমির মাটি ও নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করবে বা কাটবে তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে এসব অভিযান চলমান থাকবে।