পবিত্র ঈদ উপলক্ষে প্রতিবছর সংযুক্ত আরব আমিরাত সরকার বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত কারাবন্দীদের মুক্তি দেয়। তারই ধারাবাহিকতায় এবারের ঈদুল আজহায় দেশটি দুই হাজারের বেশি বন্দীকে মুক্তি দিলো।
শুক্রবার দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান ক্ষমা ও সহনশীলতার মনোভাব থেকে মানবিক উদ্যোগের অংশ হিসেবে তাদের মুক্তির নির্দেশ দেন। দেশটির বার্তা সংস্থা ওয়াম এ তথ্য জানায়।
এদিকে আরব আমিরাতের অন্যান্য অঞ্চলের শাসকরাও ঈদ উপলক্ষে কারাবন্দীদের ক্ষমা করেছেন। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম দুবাইয়ের কারাগারে বিভিন্ন দেশের ৬৫০ কারাবন্দীকে মুক্তির নির্দেশ দিয়েছেন। সমাজজীবন নতুনভাবে শুরু করে বন্দীদের পরিবারে আনন্দ ফিরিয়ে আনতেই তাদের মুক্ত করা হয়। তাছাড়া ফুজাইরার শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ শতাধিক বন্দীকে মুক্ত করেছেন।
রাস আল-খাইমার শাসক শেখ সাউদ বিন সাকার আল-কাসিমি সাড়ে তিন শ’ বন্দীকে এবং আজমানের শাসক শেখ হুমাইদ বিন রশিদ আল নুয়াইমি ১৬৬ কারাবন্দীকে মুক্ত করার নির্দেশ দেন।
সূত্র : আলআরাবিয়া ও খালিজ টাইমস
Designed by: Sylhet Host BD
Leave a Reply