হবিগঞ্জের বানিয়াচংয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে। সোমবার ১৭ এপ্রিল সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রতাকা উত্তোলন, সকাল সাড়ে ১০ ঘটিকায় র্যালি ও সকাল ১১ ঘটিকায় ঐতিহাসিক মুজিব নগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বানিয়াচং উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
পল্লীসঞ্চয়ন ব্যাংকের ম্যানেজার সুজিত কুমার দেবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নুশরাত জাহান প্রমুখ।
এছাড়া উপজেলার ১১ নং মক্রমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ ও বিভিন্ন দফরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ (আইজিএ) এর ১৭ তম ব্যাচের প্রশিক্ষনার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।