1. sm.khakon@gmail.com : bkantho :
ড. ইউনূস জাতিসঙ্ঘের ‘জিরো ওয়েস্ট অ্যাডভাইজরি বোর্ড’ সদস্য নিযুক্ত - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০২:৫৯ অপরাহ্ন

ড. ইউনূস জাতিসঙ্ঘের ‘জিরো ওয়েস্ট অ্যাডভাইজরি বোর্ড’ সদস্য নিযুক্ত

ডেস্ক নিউজ
  • রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে
স্থায়ী জামিন পেলেন ড. ইউনূস
ফাইল ছবি

জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসকে জাতিসঙ্ঘের ‘অ্যাডভাইজরি বোর্ড অব এমিনেন্ট পার্সন্স অন জিরো ওয়েস্ট’-এর সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন।

‘জিরো ওয়েস্ট’ বা শূন্য অপচয় বিষয়ক জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ২২ ডিসেম্বর ২০২২-এর রেজল্যুশন মোতাবেক প্রফেসর ইউনূসকে এই মনোনয়ন দেয়া হয়েছে।

এই উপলক্ষে প্রফেসর ইউনূসকে লেখা চিঠিতে জাতিসঙ্ঘ মহাসচিব বলেন, ‘আমি বিশ্বাস করি যে আপনার জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা জাতিসঙ্ঘের শূন্য-অপচয় বিষয়ক কর্মকাণ্ডকে ত্বরান্বিত করতে বিশেষ ভূমিকা রাখবে।’

তিনি আরো বলেন, ‘টেকসই উন্নয়নের প্রেক্ষাপটে শূন্য-অপচয় বিষয়ক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে এই অ্যাডভাইজরি বোর্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।’

অপচয় হ্রাস, সামগ্রী ব্যবহার ও উৎপাদন নকশা পুনঃপ্রণয়ন, সার্কুলার অর্থনীতি গড়ে তোলা ও ভোক্তাদের পছন্দের ক্ষেত্রে টেকসই সমাধান হিসেবে শূন্য-অপচয়ের ধারণা বিশ্ব ব্যাপী ক্রমাগত জনপ্রিয় হচ্ছে।

এই পরিপ্রেক্ষিতে জাতিসঙ্ঘ মহাসচিব আশা প্রকাশ করেন যে অঞ্চল ও নারী-পুরুষ ভারসাম্য নিশ্চিতকারী অংশীদারগণকে নিয়ে বিভিন্ন বিষয়ের ভিত্তিতে জাতিসঙ্ঘের গঠিত এই বোর্ড এই ক্ষেত্রে বিভিন্ন দেশের সর্বোত্তম বিভিন্ন উদ্যোগ, সফল কাহিনী ও অভিজ্ঞাগুলো তুলে ধরতে এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।

জাতিসঙ্ঘের এই অ্যাডভাইজরি বোর্ডে ১৩ জন বিশ্বখ্যাত সদস্য রয়েছেন। এদের মধ্যে রয়েছেন তুরস্কের ফার্স্টলেডি মিসেস এমিনে এরদোগান, যিনি এই বোর্ডের সভাপতি নিযুক্ত হয়েছেন।

অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন জাতিসঙ্ঘ মহাসচিবের পলিসি এক্সিকিউটিভ অফিসের দায়িত্বপ্রাপ্ত আন্ডার-সেক্রেটারি-জেনারেল গাই রাইডার, আলগ্রামো-র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জোসে ম্যানুয়েল মোয়েলার, ইউনূস ইনভায়ার্নমেন্ট হাব-এর সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস, ইন্টারন্যাশনাল সলিড ওয়েস্ট অ্যাসোসিয়েশন-এর প্রেসিডেন্ট কার্লোস সিলভা ফিলহো, ইকোনমিয়া সার্কুলার-এর নির্বাহী পরিচালক মিস লরা রেয়েস, দ্য ওয়েস্ট ট্রান্সফরমার্স-এর প্রধান নির্বাহী মিস লারা ভ্যান ড্রুটেন, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দেলাওয়ারে বিশ্ববিদ্যালয়ের এনার্জি এন্ড দ্য ইনভায়ার্নমেন্ট বিষয়ের প্রফেসর সালীম আলী।

অ্যাডভাইজরি বোর্ডের আহ্বায়ক হিসেবে জাতিসঙ্ঘ মহাসচিব ইউএন-হাবিট্যাট (জাতি সঙ্ঘ হিউম্যান সেটলমেন্ট প্রোগ্রাম) ও জাতি সঙ্ঘ পরিবেশ কর্মসূচির সহায়তায় বোর্ড সদস্যদের নিয়ে জাতিসঙ্ঘের টেকসই উন্নয়ন লক্ষ্য ২০৩০ সফলভাবে অর্জনের প্রত্যাশা করছেন। এ বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসঙ্ঘ মহাসচিবের অংশগ্রহণে বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।

অ্যাডভাইজরি বোর্ড মানুষের মধ্যে এ বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও প্রাসঙ্গিক তথ্যসমূহ মানুষের কাছে পৌঁছে দিতে নিয়মিতভাবে বিভিন্ন প্রতিবেদন, সোশ্যাল মিডিয়া, ও ওয়েবসাইট আর্টিকেলসহ বিভিন্ন উপায়ে এই ক্ষেত্রে সর্বোত্তম উদ্যোগ এবং সফল কাহিনী ও অভিজ্ঞাগুলো তুলে ধরবেন এবং বিভিন্ন দেশে স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন শূন্য-অপচয় উদ্যোগ ও কারিগরী সমীক্ষার পক্ষে প্রচারণা চালাবেন।

বিশেষ করে প্রতিবছর ৩০ মার্চকে ‘আন্তর্জাতিক শূন্য-অপচয় দিবস’ হিসেবে বৈশ্বিকভাবে পালন করা হবে।

গত ৩০ মার্চ ২০২৩ প্রথম আন্তর্জাতিক শূন্য-অপচয় দিবসে জাতিসঙ্ঘ মহাসচিব ‘অ্যাডভাইজরি বোর্ড অব এমিনেন্ট পার্সন্স অন জিরো ওয়েস্ট’ গঠনের ঘোষণা দেন। সূত্র : ইউএনবি

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD