হবিগঞ্জের বানিয়াচংয়ে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুৎফুর রহমান (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৭মার্চ) সকাল সাড়ে ৯ ঘটিকার সময় বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের গুনই গ্রামের আখঞ্জি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত লুৎফুর রহমান ওই গ্রামের মৃত আব্দুল মতলিব মিয়ার পুত্র।
এলাকাবাসী সুত্রে জানাযায়,লুৎফুর রহমান সকালে বাড়ির পাশে বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটতে গেলে কাটা বাঁশটি বিদ্যুতের তাঁরে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লুৎফুর রহমানের মৃত্যু হয়। খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।