প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৫, ১:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৩, ৯:৫৯ এ.এম
কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মুন্নাকে গ্রেফতারের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা যুবদলের বিক্ষোভ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও সিরাজগঞ্জ জেলা যুব দলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে সিরাজগঞ্জ জেলা যুব দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ মার্চ) বাদ মাগরিব ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা যুব দলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ ও পরিচালনা করেন, জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুল আলিম।
বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সিরাজগঞ্জ সদর উপজেলা যুব দলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত, সিরাজগঞ্জ শহর যুব দলের সভাপতি সজীব খান, সাধারণ সম্পাদক আলামিন প্রামাণিক, সদর উপজেলা ছাত্র দলের আহবায়ক ইকবাল হোসেন জীবন প্রমুখ।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, সহ-প্রচার সম্পাদক সাংবাদিক রেজাউল করিম খানসহ জেলা যুব দল, সদর উপজেলা যুব দল, শহর যুব দলসহ অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com