প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৫:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৩, ৯:৪৩ এ.এম
বেশি দিন টিকে থাকতে পারবেনা এই সরকার বিদেশে পালাতে হবে : বিএনপি নেতা মিন্টু

বেশি দিন আর টিকে থাকতে পারবেনা এই সরকার তাদের বিদেশে পালাতে হবে। এই অবৈধ সরকার দীর্ঘ দিন ক্ষমতায় থেকে দেশের শক্তিশালী অর্থনীতিকে ধ্বংস করে দেশ কে আজ দেউলিয়াত্বের পথে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু।
আজ সকাল ১১ টায় জামালপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা নিজেই বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোন নির্বাচন হবেনা,আজিবন তত্ত্বাবধায়ক ব্যবস্থা তিনিই চেয়েছিলেন অথচ তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্হা বাতিল করেছেন কারণ ভোট ডাকাতি না করতে পারলেএই সরকার আর কোনদিন ক্ষমতায় আসতে পারবেনা।
তিনি শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, ভবিষ্যতে আর কোনদিন এই বাংলাদেশে আপনার অধীনে কোন নির্বাচন দেশের জনগণ মেনে নিবেনা। মিন্টু আরও বলেন, অন্যায়, অবিচার, নির্যাতন সম্পদ লুন্ঠন আর দূর্নীতি এই সরকারের চরিত্র।
দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির জন্য সরকারের দূর্নীতি কে দায়ী করে বলেন, দাম বাড়লে সরকারের নেতাদের কষ্ট হয়না কারণ তারা বেতন নেয়না, তারা লুটপাট করে।
রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ২৭ দফা এবং সরকারের পতন ঘটানোর জন্য ১০ দফা প্রণয়ন করা হয়েছে জানিয়ে তিনি বলেন,সরকারের পতন না হওয়া পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে।
জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার এর সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেস আলী মামুন এর সঞ্চালনায় বিএনপির কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল সহ অন্যরা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে পদযাত্রা শহরের শেরপুর বাইপাস থেকে শুরু হয়ে বিএনপির দলীয় কার্যালয় এসে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com