হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে অ্যাডভোকেট মাহবুব আলীকে আওয়ামী লীগের মনোনয়নপত্র দেয়া হলেও একই আসনে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিনও দলীয় মনোনয়নপত্র পেতে যাচ্ছেন বলে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। শেষ পর্যন্ত কার ভাগ্যে জোটে নৌকা প্রতীক তার জন্য অপেক্ষা করতে হতে পারে আরো কয়েক দিন। জটিল সমীকরণ হচ্ছে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন নিয়েও। এ আসনে গণফোরাম থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী এস এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া ও হবিগঞ্জ-১ আসনের বর্তমান এমপি জাতীয় পার্টির এম এ মুনিম চৌধুরী বাবু, আওয়ামী লীগের বর্তমান সংরক্ষিত আসনের এমপি কেয়া চৌধুরী, সাবেক মন্ত্রী ফরিদ গাজীর ছেলে দেওয়ান মিলাদ গাজী। এ আসনের সাবেক এমপি বিএনপির শেখ সুজাত মিয়ার তৃণমূল পর্যায়ে রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। ড. রেজা কিবরিয়া ধানের শীষ প্রতীক পেলে কী করবেন শেখ সুজাত মিয়া? এমন আলোচনা চলছে সর্বত্র। হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী দেখে নৌকা প্রতীকের প্রার্থী অথবা লাঙ্গল প্রতীকের প্রার্থী মনোনয়ন দিতে পারে মহাজোট। এমনটাই ধারণা হবিগঞ্জের রাজনৈতিক অঙ্গনে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply