ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আধ ঘণ্টার মধ্যে আগুন নিভিয়ে ফেলে।
জাহাঙ্গীর টাওয়ারের সপ্তম থেকে নবম তলা পর্যন্ত একুশে টেলিভিশনের কার্যালয়। নিচের ফ্লোরগুলোতে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।
আতাউর রহমান জানান, জাহাঙ্গীর টাওয়ারের পেছনের গলিতে একটি চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ভবনের নিচতলায় আগুন লাগে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হননি, ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্যও ফায়ার সার্ভিস জানাতে পারেনি।