”মানবতার টানে,ভয় নেই রক্তদান” এই শ্লোগানের মধ্য দিয়ে তারন্যের শক্তি রক্তদান সংগঠন এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২৬ শে নভেম্বর শনিবার সকালে সংঠনের কারী জামসেদ আলীর সভাপতিত্বে এবং যাদব দাশের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমরান শাহরীয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উপজেলা হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, বড় শাখোয়া সপ্রাবির সভাপতি বাবু বিধু ভূষণ দাশ,সহ সভাপতি পিকলু চৌধুরী, বড় শাখোয়া সপ্রাবির প্রধান শিক্ষক জনাব রুবেল মিয়া,বিশিষ্ট সমাজ সেবক ডাঃ কিরন সূত্রধর, মেম্বার বদরুজ্জামান,যুবলীগ নেতা স্বপন দাশ,অনুষ্টান পরিচালনায় যাদব দাশ,পিংকু পাল,রজত দাশ, কেশব দাশ,নিখিল সূত্রধর সহ তারণ্যের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগব বক্তব্য রাখেন মোঃ পাভেল মিয়া। শুরুতে কোরআন তেলওয়াত করেন আবুল হাসান,গীতাপাঠ করেন,অদ্বৈত দাশ। পরে সংগঠনের সকল সদস্যবৃন্দের মাঝে অতিথিবৃন্দ পরিচয়পত্র বিতরন করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার বলেন,মানুষ মানুষের জন্য মানবতার কল্যানে রক্তদানে হিন্দু মুসলমান এবং ধনী গরিবের কোন ভেদাভেদ নেই। যুবসমাজের উদ্যোগে সেচ্ছায় রক্তদান তারন্যের শক্তি সংগঠন সত্যিই প্রশংসার দাবীদার। এই সংগঠনের ভাল কাজের মাধ্যমে যুব সমাজের নৈতিক অবক্ষয় দূর করা সম্ভব হবে।