1. sm.khakon@gmail.com : bkantho :
লন্ডনে স্বাধীনতা ট্রাষ্টের ‘বাংলাদেশ ৫০’ ফটো অ্যালবাম নিয়ে আলোচনা সভা - বাংলা কণ্ঠ নিউজ
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন

লন্ডনে স্বাধীনতা ট্রাষ্টের ‘বাংলাদেশ ৫০’ ফটো অ্যালবাম নিয়ে আলোচনা সভা

মতিয়ার চৌধুরী, লন্ডন থেকে
  • বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৫৬ বার পড়া হয়েছে
লন্ডনে স্বাধীনতা ট্রাষ্টের ‘বাংলাদেশ ৫০’ ফটো অ্যালবাম নিয়ে আলোচনা সভা

স্বাধীনতা ট্রাস্ট কর্তৃক ৬ নভেম্বর পূর্ব লন্ডনের বেথনাল গ্রীন লাইব্রেরিতে রাইট আইডিয়া সাহিত্য উৎসবের অংশ হিসেবে ‘বাংলাদেশ ৫০’ ফটো অ্যালবামের উপর ভিত্তি করে এক আলোচনা সভার আয়োজন করা হয়।  রাজু নাথানের সঞ্চালনায়  অনুষ্টানে ফটো অ্যালবাম নিয়ে  বক্তব্য রাখেন স্বাধীনতা ট্রাস্টের চেয়ারপার্সন জুলি বেগম এবং পরিচালক আনসার আহমেদ উল্লাহ।

অনুষ্টানে ফটো অ্যালবামের চিত্ৰগ্রাহক আবুল লেইছ শ্যামলের পুত্র আবুল সায়েম এবং ভাতিজা মফিজ রব প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।স্বাধীনতা ট্রাষ্টের চেয়ার জুলি বেগম বলেন, ২০২১ সালে লন্ডনে পূর্ব লন্ডনের বাঙালি কমিউনিটি উৎযাপন করেছিল বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী, সেইসাথে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। সেই উৎযাপনের সাথে সামঞ্জস্যপূর্ণ স্বাধীনতা ট্রাস্ট ‘বাংলাদেশ ৫০’ শিরোনামে একটি স্মারক অ্যালবাম প্রকাশ করেছে।

এই স্মারক অ্যালবামে  ফটোগ্রাফর  আবুল লেইছ শ্যামলের ১৯৭১ সালে তোলা ৪০টিরও বেশী সাদা-কালো ছবি স্থান পেয়েছে।  ঐতিহাসিক এই ছবিগুলির মধ্যে অন্যায় এবং সামরিক শাসনের বিরুদ্ধে জনগণের অভ্যুত্থানের চিত্র ফুটে উঠেছে সেই সাথে স্বৈরাচার ও স্বৈরশাসকদের বিরুদ্ধে সব আন্দোলনের অনুপ্রেরণা।  এই অ্যালবামের  প্রায়  ছবিই সিলেটে ধারনকৃত।আয়োজকরা বলেন, লন্ডনবাসী এই চিত্রগুলিতে তাদের দৈনন্দিন সংগ্রামের সাথে চলমান এবং প্রাসঙ্গিক উভয় দিকই খুঁজে পাবে।

আনসার আহমেদ উল্লাহ বলেন আমরা চেয়েছি বাংলাদেশের যুদ্ধকে জনগণের আন্দোলন হিসাবে উত্থাপন করতে যেটি অগত্যা যুদ্ধের দিকে মনোনিবেশ না করে, যেখানে সমগ্র জনসংখ্যা, পুরুষ, মহিলা এমনকি শিশুরাও অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠেছিল।বাংলাদেশ ফিফটি বইটি ব্রিক লেন বুক শপে পাওয়া যাচ্ছে।  প্রকাশ করেছে স্বাধীনতা ট্রাস্ট ও ১০১ বিজনেস  ক্লাব।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD