ফেনীতে যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। রবিবার (১১ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার ফুলগাজী উপজেলায় বাসিন্দা মো. নুরুল আমিন (৫৫) ও ফেনী সদরের হকদি এলাকার মো. সিদ্দিকুর রহমান (৫৫)।
ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ফেনী থেকে খাগড়াছড়ির উদ্দেশে ছেড়ে যাওয়া হিলকিং নামে একটি যাত্রীবাহী বাস আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় ২ জন নিহত ও ১৫ জন আহত হন। আহতদের ফেনী ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।