1. sm.khakon@gmail.com : bkantho :
ব্রিটেনের রাজা হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন তৃতীয় চার্লস - বাংলা কণ্ঠ নিউজ
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন

ব্রিটেনের রাজা হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন তৃতীয় চার্লস

মতিয়ার চৌধুরী, লন্ডন থেকে
  • রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে
ব্রিটেনের রাজা হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন তৃতীয় চার্লস
ব্রিটেনের রাজা হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন তৃতীয় চার্লস। ছবিঃ বংলা কণ্ঠ

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে তার প্রথম সন্তান তৃতীয় চার্লসকে ব্রিটিশ সামরাজ্যের রাজা  ঘোষণা করা হয়েছে। শনিবার ১০সেপ্টেম্বর লন্ডন সময় সকাল দশঘটিকায় ব্রিটেনের রাজধানী লন্ডনের সেন্ট জেমসেস প্যালেসে রাজকীয় এক অনুষ্ঠানের মাধ্যমে প্রিন্স চার্লস ফিলিপ আর্থার জর্জকে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস হিসেবে ঘোষণা করা হয়।

স্থানীয় সময় সকালে সেন্ট জেমসেস প্যালেসে অ্যাকসেশন কাউন্সিল নামে একটি আনুষ্ঠানিক পরিষদের সামনে রাজা হিসেবে তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠিত হয়। এই অ্যাকসেশন কাউন্সিল ব্রিটিশ রাজপরিবারের সদস্য দেশটির প্রধানমন্ত্রী ও অন্যান্য জ্যেষ্ঠ রাজনীতিবিদগণ এবং ক্যান্টারবুরির আর্চবিশপকে নিয়ে গঠিত। সেন্ট জেমসেস প্যালেস ঘোষিত সার্বভৌম রাজার সরকারি বাসভবন।

তৃতীয় চার্লসকে রাজা ঘোষণার আগে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের নেতা পেনি মর্ডান্ট রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু ঘোষণা করেন। বিবিসি জানিয়েছে, তৃতীয় চার্লসকে রাজা ঘোষণার পর ঘোষণায় স্বাক্ষর করা শুরু হয়।  প্রিন্স উইলিয়াম ঘোষণায় স্বাক্ষর করেন আর ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবং আর্চবিশপ জাস্টিন ওয়েলবি তা প্রত্যক্ষ করেন।

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, ডেভিড ক্যামেরন, বরিস জনসন এবং টেরিজা মে-কে স্বাক্ষর করার জন্য অপেক্ষমানদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই অনুষ্ঠানের সাক্ষী হতে ইতোমধ্যে আশপাশে জড়ো হয়েছেন কয়েকহাজার  মানুষ।

প্রাসাদের বাইরের গেটের দিকে ভিড় লক্ষ্য করা গেছে। উপস্থিতরা বলছেন, তারা রাজা তৃতীয় চালর্সের আনুষ্ঠানিক শপথ গ্রহণকে কেন্দ্র করেই জড়ো হয়েছেন। বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। তার মৃত্যুর পর পরই স্বয়ংক্রিয়ভাবে ব্রিটেনের রাজা হন প্রিন্স চার্লস। তবে রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে আজ তার নাম ঘোষণা করা হল।

ব্রিটিশ সামরাজ্যের নয়শত বছরের ইতিহাসে এর আগে চার্লস নামে আরো দুইজন রাজা ব্রিটিশ সামরাজ্য শাসন করেন। রানীর মৃত্যুতে যদিও জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা হয়েছে , তবে নতুন রাজার সিংহাসনে আরোহন উপলক্ষে জাতীয় পতাকা ২৪ ঘণ্টা উত্তোলিত থাকবে, এর পর আবার অর্ধনির্মিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD