স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান এবং বিশিষ্ট শিল্পী শুভ্রা গোস্বামীর গলায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে প্রবাসে প্রথমবারের মতো ধীরেন্দ্রনাথ দত্তের জন্মোৎসব উদযাপন করা হয়েছে।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে শুক্রবার (২ নভেম্বর) সন্ধ্যায় এ উৎসবের আয়োজন করে ধীরেন্দ্রনাথ দত্ত পরিষদ, ইউএসএ।
এরপরেই শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন করা হয়। সংগঠনের সভাপতি শিতাংশু গুহ’র সভাপতিত্বে অনুষ্ঠানটি গ্রন্থনা, উপস্থাপনা এবং পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন। ধীরেন্দ্রনাথ দত্তের ১৩২তম জন্মদিনের এ অনুষ্ঠানটি পরিকল্পনা করেন গোপাল স্যান্যাল।
শিতাংশু গুহ বলেন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্বাধীনতা পুরস্কার পেয়েছেন, তার একুশে পদক পাওয়া উচিত।
সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’ কবিতাটি অনবদ্য আবৃত্তি করেন বাচিক শিল্পী গোপন সাহা। এ সময় ‘বীণে স্বদেশী ভাষা মিটে কি আশা’ গানটি পরিবেশন করেন শুভ্রা গোস্বামী। শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ওপর একটি প্রভাষণ পাঠ করেন মিথুন আহমদ। ওবায়েদুল্লাহ মামুন এরপর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ঠিক কি প্রস্তাবটি পাকিস্তান গণপরিষদে তুলেছিলেন তা পাঠ করে শোনান।
প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ সমাপনী ভাষণ দেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply