1. sm.khakon@gmail.com : bkantho :
জ্বালানি তেলের মূল্য সমন্বয় সবাইকে পীড়া দিচ্ছে : প্রতিমন্ত্রী - বাংলা কণ্ঠ নিউজ
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন

জ্বালানি তেলের মূল্য সমন্বয় সবাইকে পীড়া দিচ্ছে : প্রতিমন্ত্রী

বাংলা কণ্ঠ ডেস্কঃ
  • বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৭ বার পড়া হয়েছে
জ্বালানি তেলের মূল্য সমন্বয় সবাইকে পীড়া দিচ্ছে : প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘ভবিষ্যৎ সম্ভাবনা কী, তা অনুমান করা যাচ্ছে না। আমরা কষ্ট করছি, বিশ্বের অনেক দেশ আরো বেশি কষ্ট করছে। জ্বালানি তেলের মূল্য সমন্বয় সবাইকে পীড়া দিচ্ছে। এখান থেকে দ্রুত বের হওয়ার চেষ্টা করা হচ্ছে।’

আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জে ৬ মেগাওয়াট ক্ষমতার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘কেউ চায় না ইচ্ছা করে মূল্যস্ফীতি বাড়াতে। অনেক দেশে মূল্যস্ফীতির হার ১০ থেকে ২০ শতাংশ হয়ে গেছে। দেশে এটি এখন আট শতাংশের কাছাকাছি। আর কয়টা মাস ধৈর্য ধরুন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।’

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেন, কিছু কিছু লোক ও গণমাধ্যম নেতিবাচক বার্তা দিচ্ছে। বৈশ্বিক পরিস্থিতিতে অনেক দেশ নানা পরিবর্তন আনছে। এত কিছুর মধ্যেও বাংলাদেশ ভালো আছে, এটা কেউ বলবে না। সবার তুলনায় বাংলাদেশ ভালো আছে। শ্রীলঙ্কা, পাকিস্তানের সাথে তুলনা করার মতো বাংলাদেশের কোনো বিষয় নেই।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD