যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ জন্মমাস উপলক্ষে ভাদ্র মাস পরিক্রমার ৭ম দিনে সৎসঙ্গ অনুষ্টিত হয় রবীন্দ্র দাশ সেলাই এর আয়োজনে ২৪ আগষ্ট বুধবারবার পৌসভার গয়াহরি গ্রামে ।
অনুষ্টানালার মধ্যে ছিল,সমবেত প্রার্থনা,বিশ্বশান্তি কামনায় নামজপ,সদ গ্রন্থাদি পাঠ,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্টান সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মৃনাল কান্তি দাশ বাদলের সভাপতিত্বে এবং সাধারন সস্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সঞ্চালনায় অনুষ্টানে উপস্থিত থেকে
বক্তব্য রাখেন,মৃম্ময় কান্তি দাশ বিজন,,শংকর কুমার গোপ,রশময় শীল,বরীন্দ্র দাশ সেলাই। সংগীত পরিবেশন করেন,মৃনাল কান্তি দাশ বাদল,নরেশ দাশ,,প্রদীপ দাশ,কালী দেব।
অনুষ্টানে উপস্থিত ছিলেন,তাপস বনিক, মুনিষ দাশ, বাবলু দাশ,পান্ডব দেব,নিতেশ দাশ,মঞ্জু মিহির তালুকদার,বিপুল দাশ,সুধাংশু দাশ,রাধন দাশ প্রমূখ। সবশেষে প্রচুর ভক্তবৃন্দের মাঝ আনন্দবাজারে প্রসাদ বিতরন করা হয়।