প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৪, ৬:২২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২২, ১:০৯ পি.এম
নবীগঞ্জে জাতীয় দিবসে নিহত শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা
জাতীয় শোক দিবস ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনায় নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়ায় প্রার্থনা কমিটির উদ্যোগে এক বিশেষ প্রার্থনা সভা অনুষ্টিত হয়।
১৫ই আগষ্ট সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়ের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় প্রার্থনায় উপস্থিত ছিলেন,গোবিন্দ জিউড় আখড়ার সেবায়েত সুদাম বৈষ্ণব,পৌর পুজা উদযাপন কমিটির সহ
সভাপতি মৃনাল কান্তি রায় মিনু,সাধার সম্পাদক কর্নমনি দাশ,সাংগঠনিক বিভু আচার্য্য, নিবারন দত্ত,অভিজিত সুত্রধর,গৌতম পুরকায়স্থ,গৌরমনি সরকার,মন্টু আচার্য্য,মতিলাল আচার্য্য, বিমল চন্দ্র পাল, সঞ্জয় দাশ,কালিপদ দেব,শংকর চক্রবর্তী, লক্ষী বৈষ্ণবী,মোহন রায়,তপন সুত্রধর,পরেশ রায়,অনন্ত দাশ,আকল দেব,নিকো দাশ,ধনঞ্জয় সুত্রধর,সুবীর চন্দ,বসন দেব,হৃদয় শীল প্রমূখ। সভার শুরুতে ১৫ ই আগষ্ট নিহত সকল শহীদদের স্মরনে আত্মার শান্তি কামনায ১ মিনিট নীরবতা পালন করে বিশেষ প্রার্থনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com