1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদলের ৫ সদস্য গ্রেফতার - বাংলা কণ্ঠ নিউজ
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৪:০৩ অপরাহ্ন

নবীগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদলের ৫ সদস্য গ্রেফতার

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)
  • শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১১০ বার পড়া হয়েছে
নবীগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদলের ৫ সদস্য গ্রেফতার
নবীগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদলের ৫ সদস্য গ্রেফতার। ছবিঃ বাংলা কণ্ঠ
ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলাে আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে ১১ আগষ্ট বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে আউশকান্দি সিএনজি স্ট্যান্ডের পেছনে ডাকাতির  প্রস্তুতিকালে ১টি পাইপগান, ৩টি রামদা ও ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্রসহ ৫ আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে বিশেষ অভিযান চালিয়ে  গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। এ সময় আরো কয়েক ডাকাত পালিয়ে যায়।
এ ঘটনায় নবীগঞ্জে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের সহযোগীদের গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন স্থানে  অভিযান চালাচ্ছে। গ্রেফতারকৃতরা হচ্ছে নবীগঞ্জ  উপজেলার করগাও ইউনিয়নের ছোট সাকোয়া গ্রামের মৃত আব্দুল গনির পুত্র জাহাঙ্গীর মিয়া (২৫), কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চরগাও গ্রামের আব্দুল গনির পুত্র সহিবুর রহমান (২৮), সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার করিমপুর গ্রামের মখলিছ খানের পুত্র ময়না মিয়া ওরপে রুজেল খান (২৪), উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বাজার ছড়ার হাজী তাহির উল্লাহর পুত্র জাহাঙ্গীর আলম জাহান (২২), বাউশা ইউনিয়নে হরিধরপুর গ্রামের ফটিক মিয়ার পুত্র রুবেল মিয়া (২৯)।
জানাগেছে, গত বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতারকৃত ডাকাতদল – ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্ত্বরের সিএনজি স্ট্যান্ডের পেছনে ডাকাতি করার প্রস্তুতি নেয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমদ, ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ডাকাত দলকে ঘেরাও করে ফেলেন,  এ সময় অস্ত্রসহ হাতেনাতে আন্তঃজেলা ডাকাতদলের  ৫ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশ । পুলিশের অভিযানকালে আরো কয়েক ডাকাত পালিয়ে যায়। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্বে নবীগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, মাদকদ্রব্যের মামলা রয়েছে।
ডাকাতদের কাছ থেকে ১টি পিকআপ গাড়ি  ১টি পাইপগান, ৩টি রামদা ও ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র উদ্বার করা হয়। এ ঘটনায় নবীগঞ্জ থানার এস আই জাহাঙ্গীর আলম বাদী হয়ে ৯ ডাকাতের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনের নামে একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমদ জানান, আমরা গোপন সংবাদ পেয়ে ডাকাতদের পিছু নেই। পরবর্তীতে আউশকান্দি সিএনজি স্ট্যান্ডের পেছনে ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় আমরা ডাকাতদের হাতেনাতে ১টি পাইপগান, ৩টি রামদা,আরো দেশীয় অস্ত্রসহ তাদের আটক করতে সক্ষম হই।
এঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে৷

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD