আজ ৯ই আগষ্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। সারা বিশ্বে পালিত হয়েছে এ দিবসটি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ তৃণমূল ক্ষুদ্র-নৃ গোষ্ঠী ফেডারেশন, সিরাজগঞ্জ কেন্দ্রীয় কমিটির আয়োজনে সিরাজগঞ্জেও পালিত হয়েছে বিশ্ব আদিবাসী দিবস।
এবছরের আদিবাসী দিবসের প্রতিপাদ্য রাখা হয়েছে ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণ ও বিস্তারে আদিবাসী নারীদের ভূমিকা। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির সোপানে বাংলাদেশ তৃনমুল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন দিবসটি যথাযথ মর্যাদায় তাৎপর্যপূর্ন করে তুলতে দেশের ২২টি জেলা থেকে প্রায় ১৪ হাজার আদিবাসী নারী পুরুষ অংশ নেয়।
সমাবেশে বক্তারা বলেন সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জন্য চাকরির কোঠা, স্থানীয় সরকার সহ জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবি জানান। বাংলাদেশ তৃণমূল ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী ফেডারেশন কেন্দ্রীয় কমিটি সিরাজগঞ্জ শাখার সভাপতি শ্রী সিপন চন্দ্র সিং এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী পলাশ কুমার সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা
এ্যাড.কে এম হোসেন আলী হাসান, মুক্তিযোদ্ধা একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান ড.আবুল আজাদসহ আদিবাসী নেতৃবৃন্দ। সমাবেশ উদ্ধোধন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সাধনা দাশ গুপ্তা, অ্যাডভোকেট আকছির এম. চৌধুরী, আনিস মুহম্মদ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply