নবীগঞ্জের সীমান্তবর্তী পাইলগাঁওয়ে স্ত্রীর অনুমতি নাা দিয়ে মাদ্রাসায় পড়ুয়া দাখিল পরীক্ষার্থী অপ্রাপ্ত বয়স্ক ছাত্রীকে বিয়ে করলেন ৪৭ বছরের সৌদি প্রবাসী আব্দুর রব। এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বড় স্ত্রী। এদিকে মেয়েকে বাল্য দিয়ে বিপাকে পড়েছেন ওই ছাত্রীর মা বাবা।
স্থানীয় সূত্রে জানা যায় নবীগঞ্জের পাশ্ববর্তী জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুল গফুরের পুত্র সৌদি আরব প্রবাসী আব্দুর রব বিগত প্রায় ১৫ বছর আগে বিয়ে করেন নিজ আগনা গ্রামে। বিয়ের পর সুখেই ছিল তাদের দাম্পত্য জীবন। গত কয়েক মাস আগে তিনি সৌদি আরব থেকে দেশে আসেন। দেশে এসে স্বামী যে নতুন বিয়ে করার প্রস্তুতি নিচ্ছেন স্ত্রী একটুও বুজতে পারেননি।
অবশেষে গত ২০ জুলাই আব্দুর রব গোপনে একই ইউনিয়নের কদমতলা গ্রামের কুদরত উল্লার মেয়ে দাখিল পরীক্ষর্থী যার বয়স ১৫ বছর ১০ মাস তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এ নিয়ে এলাকায় শুরু হয়েছে মুখরোচক সমালোচনা।
বিয়ের খবরে ভেঙ্গে পড়েছেন বড় স্ত্রী। তিনি জানান বিয়ের অনুমতি না নিয়ে এবং বাল্য বিয়ে করার অপরাধে তিনি আইনের আশ্রয় নিবেন। এ ব্যাপারে তিনি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply