1. sm.khakon@gmail.com : bkantho :
১২ কেজির এলপি গ্যাসের দাম কমল - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন

১২ কেজির এলপি গ্যাসের দাম কমল

বাংলা কণ্ঠ ডেস্কঃ
  • মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে
১২ কেজির এলপি গ্যাসের দাম কমল
১২ কেজির এলপি গ্যাসের দাম কমল। ছবিঃ সংগৃহীত

দেশে চলতি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমিয়ে ১ হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো: আবদুল জলিল একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন।

আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।

এর আগে সর্বশেষ গত ৩ জুলাই ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপি গ্যাসের সিলিন্ডারের দাম ১২ টাকা বাড়ানো হয়েছিল।

আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় কর বিইআরসি প্রতি মাসে একবার এলপি গ্যাসের দাম সমন্বয় করে থাকে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ৫০ টাকা কমিয়ে এলপিজির দাম ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করে সরকার। ফেব্রুয়ারি মাসে ৬২ টাকা দাম বাড়ানো হয়। মার্চ মাসে তা বাড়িয়ে ১ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়। এপ্রিল মাসে আরো ৪৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৯ টাকা দাম নির্ধারণ করা হয়। মে মাসে তা ১০৪ টাকা কমিয়ে ১ হাজার ৩৩৫ টাকা করা হয়।

২ জুন ১২ কেজির প্রতিটি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৯৩ টাকা কমানো হয়। ফলে প্রতি সিলিন্ডারের দাম দাঁড়ায় ১ হাজার ২৪২ টাকা।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD