পাকিস্তান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বেলুচিস্তানের কোয়েটা থেকে করাচি আসার পথে নিখোঁজ হয়ে গেছে। হেলিকপ্টারটিতে পাকিস্তান সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের এক কমান্ডারও ছিলেন বলে আইএসপিআর জানিয়েছে।
পাকিস্তান আইএসপিআর এক টুইটার বার্তায় জানায়, হেলিকপ্টারটি বেলুচিস্তানের লাসবেলায় বন্য ত্রাণ কার্যক্রমে নিয়োজিত ছিল। নিখোঁজ হওয়ার সময় এর আরোহীদের মধ্যে ছিলেন ১২ কোরের কমান্ডার। তিনি বেলুচিস্তান বন্যা ত্রাণ কার্যক্রম তদারকি করছিলেন।
জিও নিউজে বলা হয়, কোয়েটার কোর কমান্ডার লে. জেনারেল সরফরাজ আলী হেলিকপ্টারটিতে ছিলেন। বেসামরিক কর্তৃপক্ষ ও পাকিস্তান সেনাবাহিনী বর্তমানে উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে।
জিও নিউজ আরো জানায়, হেলিকপ্টারটির পাইলট ছিলেন মেজর সৈয়দ, কো-পাইলট ছিলেন মেজর তালহা। এছাড়া কোস্ট গার্ডের মহাপরিচালক ব্রিগেডিয়ার আমজাদ, ইঞ্জিনিয়ার ব্রিগেডিয়ার খালিদ, চিফ নাফেক মুদাসসিরও ছিলেন হেলিকপ্টারে।
সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল