আজ বিকেলে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। এ সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। দেশের অষ্টম অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে অভিষেক হবে নুরুলের। এর আগে কোনো ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দেননি নুরুল।
নুরুলের আগে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দেন শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা, মাহমুদুল্লাহ রিয়াদ ও লিটন দাস।
টি-টোয়েন্টিতে বাংলাদেশকে সবচেয়ে বেশি ৪৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল্লাহ। এই ফরম্যাটের বাংলাদেশের প্রথম অধিনায়ক ছিলেন শাহরিয়ার নাফীস।
টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া অধিনায়কদের পরিসংখ্যান :
অধিনায়ক ম্যাচ জয় হার টাই পরিত্যক্ত
শাহরিয়ার নাফীস ১ ১ ০ ০ ০
মোহাম্মদ আশরাফুল ১১ ২ ৯ ০ ০
সাকিব আল হাসান ২১ ৭ ১৪ ০ ০
মুশফিকুর রহিম ২৩ ৮ ১৪ ০ ১
মাশরাফি বিন মর্তুজা ২৮ ১০ ১৭ ০ ১
মাহমুদুল্লাহ রিয়াদ ৪৩ ১৬ ২৬ ০ ১
লিটন দাস ১ ০ ১ ০ ০
সূত্র : বাসস
Designed by: Sylhet Host BD
Leave a Reply