ভোলা প্রতিনিধি : ভোলার চরাঞ্চলে হাঁস পালন জনপ্রিয় হয়ে উঠেছে। খামারে হাঁস পালন করে বেকারত্ব দূর করছে যুবকরা। হাঁস ও ডিম বিক্রি করে পারিবারিক অস্বচ্ছলতা দূর করছেন তারা। অল্প খরচে বেশি লাভ হওয়ায় হাঁস পালনে ঝুঁকে পড়ছেন অনেকেই।
ভোলার ভেদুরিয়া, ভেলুমিয়া, রাজাপুর, কাচিয়া ও ইলিশা ইউনিয়রের বিভিন্ন চরের বসত বাড়ির আঙিনায় এবং পতিত জমিতে গড়ে উঠেছে অসংখ্য হাঁসের খামার। হাঁস চাষ করে বেকারত্ব দূর করার পাশাপাশি আর্থিকভাবে লাভবান হচ্ছে যুবকরা। বিকল্প কর্মসংস্থান হিসাবে হাঁস চাষের ঝুঁকে পড়েছেন ব্যাপক প্রসার লাভ করছে।
এ বিষয় হাঁস চাষিরা জানান, হাঁস থেকে উৎপাদিত ডিম এবং হাঁস বিক্রির টাকায় অনেকেই নিজের ভাগ্য বদল করেছেন আর তাই একজনকে দেখে অন্যজনও ঝুঁকে পড়ছেন হাঁস পালনে।
এ ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ডা. দীনেশ চন্দ্র মজুমদার জেলা সদরে শতাধিক হাঁসের খামারে অন্তত ২ লাখের অধিক হাঁস রয়েছে, যা থেকে গড়ে প্রতিদিন এক লাখ ডিম উৎপাদিত হচ্ছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply