সিলেটের বিয়ানীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্থ সদস্যদের মাঝে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। ২১ জুলাই বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় গ্রামীণ ব্যাংক বিয়ানীবাজার এরিয়ার চারখাই শাখায় ভার্চুয়ালি ত্রাণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংক সিলেট যোনের যোনাল ম্যানেজার মোঃ আবুল হোসেন।
গ্রামীণ ব্যাংক চারখাই শাখা ব্যবস্থাপক বিমান কান্তি তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার যীশু দেব শীল, সেকেন্ড অফিসার হিমাংশু চক্রবর্তী, যোন প্রতিনিধি মিজানুর রহমান ও রহিম উদ্দিন প্রমুখ। এসময় গ্রামীণ ব্যাংকের ২শ সদস্যের মাঝে জনপ্রতি ২ হাজার করে ৪ লাখ টাকা নগদ ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
এব্যাপারে গ্রামীণ ব্যাংক সিলেট যোনের যোনাল ম্যানেজার মোঃ আবুল হোসেন বলেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. একে এম সাইফুল মজিদ ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুর রহিম খানের নির্দেশনায় ২শত সদস্যের মাঝে জন প্রতি ১হাজার টাকা ত্রাণ ও ১ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হলো। এছাড়া তিনি ত্রাণ পাওয়া প্রত্যেক সদস্যের মাঝে পরবর্তীতে বিনা সুদে ৫ হাজার টাকা করে ঋন প্রদানের ও আশ্বাস দেন ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply