ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব কেন্দ্রে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার করা হবে, সেসব কেন্দ্রে বা সেখানে সেনাবাহিনী থাকবে।
শনিবার (১০ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এই কথা জানান।
সেনাবাহিনী নিয়োগের ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা রয়েছে, যেসব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে, সেসব কেন্দ্রে কারিগরি সহায়তা ও নিরাপত্তার জন্য সেনাবাহিনী নিয়োগ করা হবে। তবে ইসিতে এখনও এই বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তারা সম্মতি দিলে আমরা তাদের ব্যবহার করব।’
উল্লেখ্য, ৮ নভেম্বর তফসিল ঘোষণার দিন সিইসি তার ভাষণে বলেছিলেন, ‘শহরকেন্দ্রিক ভোট কেন্দ্রগুলোতে ইভিএম ব্যবহার করা হবে।’
মোহাম্মদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুই জন নিহতের ঘটনা কমিশনের জানা নেই, বলে জানান ইসি সচিব।
শোডাউন করে মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি আচরণবিধিতে পড়ে কি না জানতে চাইলে হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘বাংলাদেশে ভোট একটা উৎসব। সেই হিসেবে নির্দিষ্ট এলাকায় এটা হচ্ছে। আমাদের কাছে এটি আচরণবিধি লঙ্ঘন বলে প্রতীয়মান হয়নি।’
Designed by: Sylhet Host BD
Leave a Reply