প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৪, ১১:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২২, ১০:০৯ এ.এম
নবীনগরে দেবর-ভাবির ঝগড়াকে কেন্দ্র করে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বড়াইল ইউপির মেরাতুলি গ্রামে দেবর-ভাবির ঝগড়াকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র এক কাইট্টার আঘাতে নিহত হয়েছেন শাহ আলম মিয়া(৪২) নামে এক ব্যক্তি।
সরে জমিনে গিয়ে জানা যায়, মেরাতুলি গ্রামের বাহার মিয়ার সাথে তার ভাবির কথা কাটাকাটি থেকে নিহতের ঘটনার সূত্রপাত ঘটে।
শনিবার দিবাগত রাতে (১৭/০৭/২২) দেবর-ভাবির ঝগড়া নিয়ে সালিশ বসলে সালিশে বাক-বিতন্ডার এক পর্যায়ে এক কাইট্টা দিয়ে শাহ আলম মিয়ার চোখে আঘাত করলে দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া সদরে নেয়া হলে সংশ্লিষ্ট ডাক্তারা তাকে ঢাকায় প্রেরন করেন। এ সময় তিনি মারা যান বলে জানা যায়।
তার আগে বাড়ির অন্দর মহলে থাকা নারীরা হলুদ- মরিচের গুড়া উপস্থিত ব্যক্তিদের উপর ছিটিয়ে দিয়েছিল বলে জানা যায়।
এখন পর্যন্ত এ বিষয়ে কোন মামলা করা হয়নি বলে জানা যায়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ জানান, তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com